Search
Close this search box.

কুতুবদিয়ায় অস্ত্রসহ জলদস্যু আটক

স্টাফ রিপোর্টার- কুতুবদিয়া থানার লেমশীখালী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ২টি দেশিয় আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ মোহাম্মদ ওসমান গণি (২৭) নামে এক জলদস্যুকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে হাবিবুল্লার দোকান এলাকার বেড়িবাঁধ থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, কুতুবদিয়ার কুখ্যাত ডাকাত মিন্টু গ্রুপের সক্রিয় সদস্যরা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ডাকাতির প্রস্তুতি নেওয়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে লেফটেন্যান্ট হারুন-অর-রশিদের নেতৃত্বে কোস্টগার্ড পূর্ব জোন থেকে একটি আভিযানিক দল কুতুবদিয়া বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় জলদস্যু মোহাম্মদ ওসমান গণিকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ আটক করা হয়। টের পেয়ে ডাকাত দলের ৬-৭ জন সদস্য পালিয়ে যায়।

তিনি আরও জানান, জলদস্যুর দল বিভিন্ন দেশিয় কার্গো ও পণ্যবাহী জাহাজে ডাকাতি, জেলেদের বোটে ডাকাতি, জিম্মি ও মুক্তিপণ আদায়সহ নানাবিধ অপকর্মের সাথে জড়িত রয়েছে। এছাড়াও ওসমান গণির বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ