শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আমি সিনেমা নিয়েই ব্যস্ত আছি : ভাবনা

আমি সিনেমা নিয়েই ব্যস্ত আছি : ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ‘নট আউট’ নাটকের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর একাধিক নাটকে অভিনয় করে প্রশংসিত হন এবং পরে সিনেমায়ও নাম লেখান। ‘ভয়ংকর সুন্দর’ ছিল তাঁর প্রথম চলচ্চিত্র।

বর্তমানে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন ভাবনা। সম্প্রতি তিনি চ্যানেল আইয়ের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’র নতুন পর্বে কাজ করেছেন। এছাড়া, ঈদে মুক্তি পাচ্ছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও।

সম্প্রতি তিনি ‘কামনা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন, যা নির্মাণ করেছেন মৌমিতা, যিনি আগে অভিনয়ে ছিলেন এবং এটি তাঁর প্রথম পরিচালনা। নতুন নির্মাতাকে সহযোগিতা ও ভালো গল্পের কারণে ভাবনা এতে অভিনয় করেছেন। এটি একটি থ্রিলার এবং ঈদে মুক্তি পাবে।

‘ছোটকাকু’র নতুন পর্ব ‘মিশন মুন্সীগঞ্জ’-এ কাজ করা নিয়ে তিনি বলেন, এটি তাঁর তৃতীয়বার ছোটকাকু সিরিজে অভিনয় করা। বিগত দুই ঈদেও তিনি এতে কাজ করেছেন। আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী ও শহীদুজ্জামান সেলিমের মতো গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত।

ভাবনা জানান, তিনি নাটকে নিয়মিত কাজ করেন না, তাই ঈদে ১০-২০টি নাটকে অভিনয়ের সুযোগ হয় না। তবে ঈদের কয়েকটি ম্যাগাজিনে তাঁর কবিতা ও গল্প প্রকাশিত হবে। বর্তমানে তিনি শুধু সিনেমা নিয়েই ব্যস্ত আছেন।

তিনি দুটি নতুন সিনেমায় কাজ করছেন, যার মধ্যে একটির নাম ‘চারুলতা’, পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনিক। অন্য ছবির শুটিং শেষ হলেও পরিচালক এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তাই তিনি কিছু জানাতে চান না।

কিছুদিন আগে তিনি বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিশুদের সঙ্গে ইফতার করেছেন। এটি তাঁর জন্য আনন্দের মুহূর্ত ছিল। শিশুদের ভালোবাসা পেয়ে তিনি মুগ্ধ হয়েছেন এবং উপলব্ধি করেছেন যে, অনেক মানুষ কষ্টে জীবনযাপন করে। ঈদের পর তিনি বিদ্যানন্দের শিশুদের জন্য ছবি আঁকার একটি কর্মশালা আয়োজনের পরিকল্পনা করছেন।

গত বছর কান উৎসব থেকে একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে সিনেমাটির কাজ এখনো চূড়ান্ত হয়নি, কারণ আন্তর্জাতিক সিনেমাগুলোর প্রি-প্রোডাকশন প্রক্রিয়া দীর্ঘ হয়।

‘যাপিত জীবন’ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত একটি চলচ্চিত্র। ছবিটি কান উৎসবে জমা দেওয়া হয়েছে এবং নেপাল, ক্রোয়েশিয়া সহ চারটি আন্তর্জাতিক উৎসবে পাঠানো হয়েছে। উৎসব থেকে ফেরার পর দেশের মুক্তির তারিখ চূড়ান্ত হবে। ভাষা আন্দোলনের ইতিহাস বিদেশিদের কাছে তুলে ধরতে চান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ