ঈদকে সামনে রেখে গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ২৬,৪২৮টি যানবাহন পারাপার হয়েছে, যার ফলে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত মাওয়া ও জাজিরা প্রান্ত মিলিয়ে এই টোল আদায় করা হয়। স্বাভাবিক সময়ের তুলনায় এবার টোল আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
পদ্মা সেতুর টোল ব্যবস্থাপনার সহকারী প্রকৌশলী রাজন চন্দ্র বিশ্বাস জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সেতু কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে। তাই এবারের ঈদযাত্রায় বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই।
এদিকে, যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩,৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে এবং এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা। এর মধ্যে সেতুর পশ্চিম টোল প্লাজায় ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা এবং পূর্ব টোল প্লাজায় ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা সংগ্রহ করা হয়েছে।