বিকেল প্রায় পৌনে পাঁচটা, রাজধানীর গুলশানের শুটিং ক্লাবের সামনে পুলিশের গাড়ি দেখে কৌতূহলী জনতার ভিড়। গাড়ি থেকে আসামিকে নিয়ে নামছে পুলিশ। লম্বা চুল, মুখভর্তি দাড়ি, কয়েদির পোশাক আর হাতে হাতকড়া—সব মিলিয়ে দৃশ্যটি বেশ নজরকাড়া। আরেকদল তরুণ চিৎকার করে স্লোগান দিচ্ছেন, ‘নিশানের ফাঁসি চাই।’
তবে পথচারীরা ভালো করে তাকিয়ে অবাক হয়ে যান—এ তো জনপ্রিয় অভিনেতা আফরান নিশো! তাহলে বিষয়টা কী? একটু পরেই জানা যায়, আসলে ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘দাগি’-এর প্রচারণার জন্যই এমন সাজে হাজির হয়েছেন তিনি।
সিনেমার প্রচারণায় অভিনব কৌশল
শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিশো। সিনেমাটিতে তাঁকে ‘দাগি’ আসামি নিশান চরিত্রে দেখা যাবে। এ উপলক্ষে গুলশানের শুটিং ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হন তিনি। অনুষ্ঠানে নির্মাতা, প্রযোজক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সিনেমা নির্মাণের নানান অভিজ্ঞতা শেয়ার করেন। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমার টাইটেল ট্র্যাক, যেখানে চমক হিসেবে গানটি গেয়েছেন আফরান নিশো নিজেই। গানটি প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে তারা উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন।
‘দাগি’—মুক্তি ও প্রায়শ্চিত্তের গল্প
পরিচালক শিহাব শাহীন জানান, ‘দাগি’ শুধু প্রেম-বিরহের গল্প নয়, এটি মূলত মুক্তি ও প্রায়শ্চিত্তের গল্প। সিনেমাটি পুরোপুরি গল্পনির্ভর, যেখানে দর্শক এক অনন্য অভিনয়ের স্বাদ পাবেন। তিনি ব্যাখ্যা করেন, ‘নিশান-জেরিনের ভালোবাসা ও বিচ্ছেদের কাহিনি নিয়ে এগিয়েছে “দাগি”। একই সঙ্গে এতে রয়েছে অনুশোচনার গল্প।’
তিনি আরও বলেন, ‘জেলখানার একটি বাস্তব দাগ একজন বন্দির জীবনজুড়ে রয়ে যায়। ক্ষমা ও মুক্তির মতো বিষয়গুলো আমাদের ব্যক্তিগত জীবন, ধর্ম এবং মানবতার মূল অংশ। সেই ভাবনা থেকেই “দাগি” সিনেমার গল্প তৈরি হয়েছে।’
ঈদে হলে গিয়ে দেখার আমন্ত্রণ
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি জানান, ‘দাগি’ একটি সম্মিলিত প্রচেষ্টার ফসল। ঈদে দলবেঁধে সিনেমা দেখার যে প্রবণতা তৈরি হয়েছে, সেটা যেন আরও জোরালো হয়, সে দিকটি মাথায় রেখেই আমরা কাজ করেছি। গল্প, নির্মাণ ও অভিনয়ের মিশেলে সিনেমাটি দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।’
শুটিং ও অভিনয়শিল্পী
সিনেমাটির শুটিং হয়েছে সৈয়দপুর, রাজশাহী ও ঢাকার বিভিন্ন স্থানে। আফরান নিশোর পাশাপাশি এতে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে। সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।