মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশে ব্যাপক চীনা বিনিয়োগের সম্ভাবনা

বাংলাদেশে চীনা বিনিয়োগের ব্যাপক সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিংপিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, চীনের জন্য নির্ধারিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ এ বছর শুরু হবে। এতে চীনা ব্যবসায়ীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। তবে চীনের বিনিয়োগকারীরা সাধারণত তাদের সরকারের নির্দেশনার দিকে তাকিয়ে থাকেন। প্রেসিডেন্ট শি জিংপিন বিনিয়োগকারীদের উৎসাহিত করার আশ্বাস দেওয়ায় বাংলাদেশে চীনা বিনিয়োগ ব্যাপক হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক প্রসঙ্গে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা দ্রুত কর্মসংস্থান বাড়াতে চান। চীনের বিনিয়োগের ফলে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। চীনের বিনিয়োগকারীরা মংলার রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। সব মিলিয়ে সফরটি অত্যন্ত সফল হয়েছে।

তিনি আরও জানান, চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে। চীনা প্রেসিডেন্ট বাংলাদেশের আম ও কাঁঠালের প্রশংসা করেছেন এবং আশা করা হচ্ছে, আগামী মৌসুম থেকেই চীনে আম রফতানি শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ