বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এটিএন বাংলায় সালমান শাহ, শাকিব খানসহ একাধিক তারকার ৭টি সিনেমা প্রচারিত হবে

এটিএন বাংলায় সালমান শাহ, শাকিব খানসহ একাধিক তারকার ৭টি সিনেমা প্রচারিত হবে

এটিএন বাংলা এবারের ঈদে ৮ দিনের একটি বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে, যাতে থাকছে ৩০টি নাটক, ৮টি টেলিফিল্ম, ১৫টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র এবং একগুচ্ছ বিনোদনমূলক অনুষ্ঠান। এর মধ্যে বিশেষ চমক হিসেবে ৭টি চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার রয়েছে।

এই চলচ্চিত্রগুলোতে দেশের জনপ্রিয় তারকাদের অভিনয় দেখা যাবে, যেমন সালমান শাহ এবং শাকিব খান। ঈদের প্রথম দিন দুপুর ২টা ৩০ মিনিটে শাকিব খানের অভিনীত ‘রাজকুমার’ সিনেমাটি প্রচার হবে। এছাড়া, ঈদের পরদিন দুপুর ২টা ৩০ মিনিটে সালমান শাহ, শাবনূর ও রাইসুল ইসলাম আসাদের অভিনীত ‘রঙিন সুজন সখি’ চলচ্চিত্রটি প্রচার হবে।

ঈদের ৩য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে ‘বিক্ষোভ’ চলচ্চিত্রটি দেখা যাবে, যেখানে অভিনয় করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি, শান্ত খান ও সাদেক বাচ্চু। ঈদের ৪র্থ দিন, দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘অ্যাকশন জেসমিন’ চলচ্চিত্রটি।

এরপর, ‘বুবুজান’ চলচ্চিত্রটি ঈদের ৫ম দিন দুপুর ২টা ৩০ মিনিটে, এবং ‘আহারে জীবন’ চলচ্চিত্রটি ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে। ঈদ অনুষ্ঠানমালার শেষ দিনে, দুপুর ২টা ৩০ মিনিটে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমা প্রচারিত হবে।

এছাড়াও, এটিএন বাংলার ঈদ আয়োজনে থাকছে নাটক, একক সংগীতানুষ্ঠান, গানের অনুষ্ঠান এবং ছোটদের জন্য নানা ধরনের অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ