বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
ইউনূস-মোদি বৈঠক

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা

ইউনূস-মোদি বৈঠক:

বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্যাংককে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় আধাঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে দ্বিপক্ষীয় নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করেছে।”

বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। পাশাপাশি, তার দেওয়া কিছু উসকানিমূলক বক্তব্যের বিষয়েও আলোচনা হয়। এছাড়া, সীমান্ত হত্যা, তিস্তা নদীর পানিবণ্টনসহ নানা পারস্পরিক ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

উল্লেখ্য, বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা বিমসটেকের শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ