বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার নিন্দা জানান। একই সঙ্গে তিনি বলেন, সংখ্যালঘুসহ দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা যুক্তরাষ্ট্র স্বাগত জানায়।
এ সময়, বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে ব্রুস বলেন, সহিংসতা হ্রাসে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রশংসনীয়।
তিনি আরও বলেন, “আমরা যেকোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা ও অসহিষ্ণুতার বিরুদ্ধে অবস্থান নেই। বাংলাদেশে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলো ইতিবাচক, যা আমরা পর্যবেক্ষণ করছি এবং আশা করি এটি অব্যাহত থাকবে।