Search
Close this search box.

ইউটিউব ভিডিও থেকে জিআইএফ তৈরি করবেন কীভাবে

এখন ইউটিউবের যেকোনো ভিডিও খুব সহজে জিআইএফ-এ পরিণত করা যায়। তবে, কাজটি করার জন্য আপনাকে একটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। এমন অনেক ওয়েবসাইট রয়েছে যার মধ্যে একটি GIPHY। এর মাধ্যমে আপনার কাজটি দ্রুত করতে পারবেন। জনপ্রিয় এই ওয়েবসাইটের সাহায্যে আপনি সহজেই যেকোনো ইউটিউব ভিডিও জিআইএফ-এ পরিণত করতে পারবেন।

শুধু তাই নয়, আপনি বিনামূল্যে এই ওয়েবসাইটে যেকোনো ছবি থেকে জিআইএফ ও স্টিকার তৈরি করতে পারবেন। এটি ব্যবহার করতে প্রথমে ই-মেইল আইডি দিয়ে সাইন আপ করতে হবে। তারপরই ওয়েবসাইটচালু হয়ে যাবে। এবার চলুন জেনে নেওয়া যাক কীভাবে ভিডিও জিআইএফ করবেন: ১. প্রথমে আপনাকে GIPHY ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

২. এবার ওয়েবসাইটের উপরের ডানদিকের বাটনে ক্লিক করতে হবে।

৩. তারপর আপনাকে লোডিং পেজে ইউটিউব ভিডিও লিংকের ইউআরএল কপি এবং পেস্ট করতে হবে।

৪. এবার একটি নতুন উইন্ডো দেখতে পাবেন। এখানে ভিডিওর যে অংশ আপনি জিআইএফ করতে চান, সেটি ট্রিম করতে পারবেন।

৫. এরপর কন্টিনিউ বাটন এ ক্লিক করে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে।

৬. প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে কন্টিনিউ টু আপলোড বা ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে।

৭. এবার একটি নতুন স্ক্রিন দেখতে পাবেন। তাতে ট্যাগস এবং সোর্স ইউআরএলএস ও দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ