দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার: আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টার কিছু আগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বাকু থেকে ঢাকার উদ্দেশে তিনি গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় বিমান ধরেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট তাকে দেশে ফিরিয়ে আনে।

ড. ইউনূস ১১ নভেম্বর আজারবাইজানে যান। ১৩ নভেম্বর জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভাষণ দেন। তিনি ওইদিনই জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি (কম্বাইন্ড লিডারশিপ) উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেন। বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলোর সাহায্যের জন্য আহ্বান জানান ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেন এবং দু’দেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা করেন। ড. ইউনূসের সফরে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। যেখানে তিনি বাংলাদেশের শ্রম ইস্যু নিয়ে আলোচনা করেন।

জলবায়ু সম্মেলন কপ-২৯ ১১ নভেম্বর শুরু হয়েছে। ২২ নভেম্বর পর্যন্ত চলবে এবং বিশ্বের বিভিন্ন দেশ জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বৈশ্বিক সমাধান খোঁজার চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ