Search
Close this search box.

আইজিপি বেনজীর আহমেদের অবসরের প্রজ্ঞাপন জারি

বেনজীর আহমেদের নিরাপত্তায় বিশেষ পুলিশ মোতায়েন

স্টাফ রিপোর্টার – আইজিপি বেনজীর আহমেদের অবসরের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ৩০শে সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এ বিষয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ৩০শে সেপ্টেম্বর বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী চাকরি থেকে তাকে অবসর দেওয়া হলো। এ অবস্থায় আগামী ১লা অক্টোবর থেকে আগামী বছরের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটিতে থাকবেন (মূলত অবসর)।

উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল মাসে আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন বেনজীর আহমেদ। তবে দায়িত্ব নেন ওই বছরের মে মাসে। এর আগে তিনি র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিল। তখন র‌্যাবের মহাপরিচালক হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। নতুন আইজিপি হিসেবেও চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিদায়ী আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হতে পারেন বলে শোনা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ