স্টাফ রিপোর্টার – বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে স্মারক ডাক টিকিট ও ৫০ টাকার স্মারক নোট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুর ১টায় উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার পর এ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালকদার উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লা নুরী, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগামী ২৯ ডিসেম্বর থেকে এই স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে। এর আগে, বেলা ১১টা ৫ মিনিটে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।