স্টাফ রিপোর্টার – রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে আগামী ২৪ এপ্রিল। ১৯ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আবদুল হামিদের স্থলাভিষিক্ত হবেন কে? পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ কাকে চূড়ান্ত করবে, তা চূড়ান্ত হবে আগামীকাল মঙ্গলবার।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগ দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এই সভাতেই রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ কাকে চূড়ান্ত করছে, তা নিশ্চিত হয়ে যাবে।
পরপর দুই মেয়াদে রাষ্ট্রপতি হয়েছেন আবদুল হামিদ। আর রাষ্ট্রপতি হওয়ার সুযোগ নেই। দেশের সংবিধান অনুযায়ী, দুই মেয়াদে রাষ্ট্রপতি হওয়ার পর আর টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ার সুযোগ নেই। সে কারণে নতুন কাউকে দেখা যাবে তার জায়গায়।
সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন শেষ করতে হবে। সে হিসেবে, নির্বাচন কমিশন তফসিলও ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ করা হবে ১৯ ফেব্রুয়ারি। এখানে ভোটার খোদ সংসদ সদস্যরা। আগ্রহী প্রার্থীরা ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৩ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের পর ১৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র
প্রত্যাহার করা যাবে। একাধিক প্রার্থী থাকলে ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ভোট গ্রহণ হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। আর যদি একাধিক প্রার্থী না থাকে, তাহলে আওয়ামী লীগ রাষ্ট্রপতি পদের জন্য যাকে চূড়ান্ত করবেন, যিনি মনোনয়নপত্র জমা দিয়ে চূড়ান্ত হয়ে যাবেন, তিনিই পরবর্তী রাষ্ট্রপতি হবেন।
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি পদে রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয় এবং সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী সংসদ-সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন।
যেহেতু জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাই ধরে নেওয়া হয়, তারা যাকেই এ পদে প্রার্থী করবে, সে প্রার্থীই নির্বাচিত হবেন। আনুষ্ঠানিকতা শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি।
কিন্তু আওয়ামী লীগ কাকে এই পদের জন্য মনোনীত করবে? এ নিয়ে চলছে গুঞ্জন। তবে কয়েকটি নামও সামনে চলে আসছে। ব্যাপারটি একান্তই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ারে। তাই কারও পক্ষে আগে নিশ্চিত করে বলা সহজ নয়। তবে রাজনৈতিক অঙ্গনে কয়েকটি নাম শোনা যাচ্ছে।
রাষ্ট্রপতি পদে যাঁদের নাম আলোচনায় আছে, তাঁদের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ের উপদেষ্টা মসিউর রহমানের নাম বেশি আলোচিত হচ্ছে। এর বাইরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান ফিজার, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দিকসহ বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছেন। তবে চূড়ান্ত কে হচ্ছেন, এজন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।