বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় বেলা ১১টা ১০ মিনিটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে এই বৈঠক শুরু হয়। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
এর আগে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে দুই নেতার প্রথম সাক্ষাৎ হয়। সেখানে তারা কুশলাদি বিনিময় করেন। ওই নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রীসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারা উপস্থিত ছিলেন।
এদিন সন্ধ্যায় নৈশভোজের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যার বেশিরভাগই দূর থেকে তোলা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে নৈশভোজের কিছু ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, ‘ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে।’
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিমসটেক সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ এপ্রিল শুরু হওয়া বিমসটেক সম্মেলন ৪ এপ্রিল শেষ হবে।