Search
Close this search box.

নির্বাচনে দেরি হলে জনগণ রাজপথে নামতে দ্বিধা করবে না: গয়েশ্বর

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্বাচন দিতে দেরি হলে জনগণ ফের রাজপথে নামতে দ্বিধা করবে না।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুসহ সকল হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে নাসির উদ্দিন পিন্টু পরিষদ।

অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশ পরিচালনা একমাত্র রাস্তা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার। জনগণ একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সরকারকে বসিয়েছে।’

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা আরো বলেন, ‘নির্বাচন কবে হবে তা নিয়ে দেশের মানুষের মধ্যে শঙ্কা রয়েছে। অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’

সংস্কারের নামে সবাইকে খুশি করতে গিয়ে অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র হত্যা না করার আহ্বানও জানান বিএনপির নেতা গয়েশ্বর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ