স্টাফ রিপোর্টার: ১৯৭১ মুক্তিযুদ্ধে গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকায় শিবিরের রাজনীতি প্রত্যাখ্যান করতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে একক আধিপত্য বিস্তারের চেষ্টার অভিযোগও ছাত্র সংগঠনটির।
আজ রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সভাপতি মাহির শাহরিয়ার রেজা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ।
এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে শিক্ষা সংস্কারে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষাগ্রহণ, বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব ও পরীক্ষার প্রতিযোগিতা থেকে বের হয়ে জ্ঞান অর্জনের আগ্রহী করে তোলাসহ ১৮ দফা দাবি প্রস্তাব করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু না হওয়া, শ্রমিকদের ওপর গুলি চালানো, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারায় সরকারের তীব্র সমালোচনাও করেন নেতারা।
এ ছাড়া ৭২-এর সংবিধানের মূল চেতনা সমুন্নত রেখে জনপ্রতিনিধিদের মাধ্যমে সংবিধানের সংস্কার করতে হবে বলেও দাবি তোলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।