আ.লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন নয়: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (জানাপা) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। তিনি মনে করেন, বর্তমান সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না করা পর্যন্ত জনগণ নির্বাচনের দিকে যেতে পারবে না।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “যে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ হত্যা করা হলো, সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশের মানুষ অন্য কিছু চিন্তা করতে পারে না।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাঁকে দেশে ফিরিয়ে এনে ন্যায়বিচারের আওতায় আনতে হবে। তাঁর অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে। যতদিন না আমরা তাঁকে বিচারের মঞ্চে দেখতে পাই, ততদিন দেশে কোনো নির্বাচন হবে না।”

সারজিস আলম দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে।”

তিনি স্পষ্ট করে বলেন, “আমাদের সামনে একমাত্র লক্ষ্য হচ্ছে ন্যায়বিচার নিশ্চিত করা। যতদিন না আমরা খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে পারছি, ততদিন এই দেশে কোনো নির্বাচন হবে না।”

তিনি আরও বলেন, “আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব। আমার ভাইয়েরা যারা রাজপথে জীবন দিয়েছে, তাঁদের রক্তের বিনিময়ে আমরা এই দাবি থেকে একচুলও পিছু হটব না। আমাদের মায়েরা যাঁদের সন্তানদের হারিয়েছে, তাঁদের চোখের পানি এখনো ঝরছে। আমাদের শেষ নিশ্বাস পর্যন্ত আমরা তাঁদের পাশে থাকব।”

তিনি আরও বলেন, “আমাদের একটাই অনুরোধ—দেশের মানুষ যেন ন্যায়বিচার প্রতিষ্ঠার এই আন্দোলনকে সমর্থন করে। আমরা শহীদদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যে, তাঁদের রক্ত বৃথা যেতে দেব না।”

সারজিস আলম জানান, আজ (৪ মার্চ) বিকেল ৩টায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।

সভায় দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন উপস্থিত থাকবেন। এছাড়া দলের কেন্দ্রীয় সদস্যরাও এই সভায় অংশ নেবেন এবং ভবিষ্যৎ আন্দোলন ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টির (জানাপা) যাত্রা শুরু হয়। দলটি গণতন্ত্র পুনরুদ্ধার এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছে বলে নেতারা জানিয়েছেন।

দলটির নেতারা মনে করেন, “দেশের জনগণকে ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

সারজিস আলমের বক্তব্য দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির এক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। তিনি ও তাঁর দল জানিয়ে দিয়েছে, আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা নির্বাচন মেনে নেবে না।

এই দাবি আদায়ে তারা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে এবং জনগণের স্বার্থে ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে দৃঢ় থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ