শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ইউনূস-মোদি বৈঠক নিয়ে বিএনপির প্রতিক্রিয়া

ড. ইউনূস-মোদি বৈঠক নিয়ে বিএনপির প্রতিক্রিয়া

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে বিএনপি ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “ইউনূস-মোদি বৈঠককে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে। যদি আলোচনায় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় উঠে আসে, তবে তা দেশের জন্য মঙ্গলজনক হবে। আমরা আশা করি, ড. ইউনূস ভবিষ্যতে আরও ভালো কিছু নিয়ে আসবেন।”

তিনি আরও বলেন, “শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালেই হবে না, বরং তার সহযোগীদেরও ফেরত পাঠাতে হবে। হাসিনাকে ফেরত এনে তার বিচার করতে হবে।”

তিস্তা চুক্তির বিষয়ে তিনি বলেন, “কেবল আলোচনা করলেই হবে না, ভারতকে অবশ্যই তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে হবে। হাসিনার আমলে যেসব অসম চুক্তি হয়েছে, সেগুলো বাতিল করতে হবে। পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।”

নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “নানা রকম কথা শোনা যাচ্ছে, কিন্তু এই সরকারকে নির্বাচন দিতে হবে। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় শেখ হাসিনাকে সরে যেতে হয়েছে। তিনি পালিয়ে গেছেন, কিন্তু ড. ইউনূসের নির্বাচনে না যাওয়ার কোনো কারণ নেই।”

তিনি আরও মন্তব্য করেন, “কচুবাগানে শূকরের উৎপাত শুরু হয়েছে। জারজ মিল্টন আমাকে গালি দিয়েছে, আর পিনাকী তা সমর্থন করেছে। ভদ্রলোকদের এমন আচরণ শোভা পায় না। তারা যা খুশি তাই করছে। এই পিনাকীরা একদিন ড. ইউনূসকেও ধরবে। যারা ভারতের পক্ষ নেয়, তারাই বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায়।”

বিএনপির অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “বিএনপি সংস্কার ও নির্বাচনের পক্ষে। তবে, কোনো সংস্কার যদি জনগণের স্বার্থবিরোধী হয়, তাহলে তা মেনে নেওয়া হবে না।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ