Search
Close this search box.

রোচকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে ওয়েস্ট ইন্ডিজ

রোচকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ রাত ৮ টায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটিতে নামার আগে দলে যোগ হয়েছেন পেসার কেমার রোচ। রোচকে নিয়েই বাংলাদেশের বিপক্ষে নামতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে করে রোচের বিপক্ষে কঠিন লড়াই করে টিকে থাকতে হবে বাংলাদেশ ব্যাটসম্যানদের।

বাংলাদেশ এরআগে যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে যায়, ২০১৮ সালে, তখন প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল। প্রথম ইনিংসে বাংলাদেশ নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে নিম্ন রানে, ৪৩ রানে অলআউট হয়ে গিয়েছির। ২০০৪ সালের পর ২০১৮ সালে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। এই অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামেই খেলাটি হয়েছিল। ম্যাচটিতে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেন রোচ। বাংলাদেশের ইনিংসের বারোটা বাজিয়ে দেন। রোচ ফিটনেস পরীক্ষায় পাস করে শেষমুহুর্তে দলে যোগ হন।

টুইটারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের (সিডব্লিউআই) বিবৃতিতে বলা হয়, ‘অভিজ্ঞ এই ফাস্ট বোলার ফিটনেস পরীক্ষায় পাস করেছেন এবং তাঁকে ১৩তম খেলোয়াড় হিসেবে দলে সংযুক্ত করা হয়েছে। চোট থেকে রোচ পুরোপুরি সেরে উঠেছেন।’ রোচ দলে ফেরায় খুশি ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স, ‘টেস্টের জন্য তার ফিট হয়ে ওঠা দারুণ খবর। তরুণদের জন্য সে সব সময় প্রেরণা।’

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট অবশ্য বাংলাদেশকে কোনভাবেই হালকাভাবে নিতে চান না। তিনি বলেছেন, ‘আমাদের লড়াই করতে হবে। তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এটাই আসল কথা।’

তিনি আরও বলেন, ‘তাদের মাটিতে (গতবছর ফেব্রুয়ারিতে) আমরা ২-০ ব্যবধানে জিতেছিলাম, তাই আমাদের বিপক্ষেও তারা ভালো করার চেষ্টা করবে। তারা বিশ্বের সেরা তিন দলের একটি না হলেও, এমন না যে আমরা তাদের উড়িয়ে দেব। ব্যাটিং ও বোলিংয়ে আমাদের শৃঙ্খলা দেখাতে হবে।’

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত করেছে ক্যারিবীয়রা। সংবাদ সম্মেলনে সেই ইংল্যান্ড সিরিজকেও টেনে এনেছেন ব্র্যাথওয়েট, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো করেছি। প্রতি ম্যাচেই একজন ব্যাটার সেঞ্চুরি করতে পেরেছে। আমি মনে করি, এটি খুব ভালো। তাই বলে আমরা এটি ভাবতে পারি না যে প্রতিপক্ষ বাংলাদেশ বলে আমরা সহজেই সেঞ্চুরি পেয়ে যাব।’

ব্র্যাথওয়েট আরও বলেন, ‘তারা বিশ্বের সেরা তিন দলের একটি নয় বলে খাটো করে দেখার কোনো কারণ নেই। এমন নয় যে আমাদের কাছে তারা পাত্তাই পাবে না। আমার মনে হয়, দলের ব্যাটসম্যান ও বোলারদের শৃঙ্খলাবদ্ধ থেকে কঠোর পরিশ্রম করতে হবে।’

চারবছর আগে বাংলাদেশকে প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট করে দিয়ে ইনিংস জয়ের বিষয়টি সামনে এনে সেই ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান ওপেনার ব্র্যাথওয়েট বলেন, ‘ব্যাটিংয়ের কথা ভাবলে, চার বছর আগের তুলনায় উইকেট ভালো। চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হবে এবং আমার মনে হয় স্পিনারদের ভূমিকা রাখার সুযোগ থাকবে। প্রথম ইনিংসে ভালো ব্যাট করাটা গুরুত্বপূর্ণ। তবে আগে ব্যাট করা কিংবা বল করাটা মূল বিষয় নয়, সবকিছু মিলিয়েই ভালো করতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ