স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ায় এ বছর অক্টোবরে টি২০ বিশ^কাপ খেলতে নামার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশিয় টি২০ সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের সাথে থাকবে পাকিস্তান। এ সিরিজ নিয়ে উচ্ছ্বসিত পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
বাংলাদেশের বিপক্ষে আগামী ৭ অক্টোবর পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সূচী ঘোষনা করেছে। বাংলাদেশ, পাকিস্তানকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানিয়েছিল তারা। বাংলাদেশ শুরুতে সম্মতি জানিয়ে রাখলেও পাকিস্তান সেপ্টেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের সূচি নিশ্চিত হওয়ার অপেক্ষায় ছিল। সেটা হয়ে যাওয়ার পরই ত্রিদেশীয় সিরিজটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ডাবল লিগ পদ্ধতিতে পরস্পরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৯ টায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের লড়াই। ১৪ অক্টোবর হবে সিরিজটির ফাইনাল।
পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ দিয়ে ৭ অক্টোবর সিরিজ শুরু হওয়ার পরের দিন ৮ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। এই ম্যাচ দিয়ে মিশন শুরু করবে নিউজিল্যান্ড। ৯ ও ১২ অক্টোবর বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ১১ অক্টোবর আবার পাকিস্তান ও নিউজিল্যান্ড লড়াই করবে। ১৩ অক্টোবর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।
এ সিরিজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাবর। তিনি বলেছেন, ‘আমি খুশি যে, আমরা নিউজিল্যান্ডে ত্রিদেশিয় সিরিজে খেলব। এটি আমাদের অনেক সাহায্য করবে এবং তা শুধু অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের জন্য মানিয়ে নেওয়াই নয়, আমাদের প্রস্তুতিকেও চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে।’ সাথে যোগ করেন, ‘আঙুলের চোটের কারণে নিউ জিল্যান্ডে সবশেষ সিরিজে আমি খেলতে পারিনি। ক্রাইস্টচার্চে ভালো দুটি প্রতিপক্ষের বিপক্ষে ক্রিকেট খেলতে আমি মুখিয়ে আছি।’