স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন পাকিস্তানের বাবর আজম। ব্যাটিংয়ে যেন দিন দিন কোহলিকে পেছনেই ফেলে দিচ্ছেন বাবর। এবার যেমন কোহলিকে ছাপিয়ে আইসিসির টি২০ র্যাংকিংয়েত নতুন কীর্তি গড়লেন বাবর।
আইসিসি টি২০ র্যাংকিংয়ে সাবেক ভারতীয় অধিনায়ক কোহলির গড়া রেকর্ড ভাঙলেন পাকিস্তানের অধিনায়ক বাবর। সবচেয়ে বেশি দিন র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর। এর আগে, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১ হাজার ১৩ দিন শীর্ষে ছিলেন কোহলি। আইসিসির বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ের হালনাগাদে শীর্ষস্থান ধরে রাখার মধ্য দিয়ে বাবর দিনের হিসেবে ছাড়িয়ে যান কোহলিকে। বাবর আজম শীর্ষস্থান ধরে রেখেছেন ১ হাজার ৩০তম দিনেও। সবশেষ টি২০ র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর। টি২০ ছাড়াও ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর অবস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক। টেস্টে তিনি আছেন চার নম্বরে। সব মিলিয়ে ক্রিকেটের তিন ফরমেটেই সেরা দশে থাকা একমাত্র ক্রিকেটার এখন বাবর আজম।
২০১০ সালে আন্তর্জাতিক টি২০তে পা রাখা কোহলি র্যাঙ্কিংয়ের শীর্ষে প্রথমবার উঠেছিলেন চার বছর পর, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর। সবশেষ শীর্ষে ছিলেন তিনি ২০১৭ সালের ৭ নভেম্বর। বাবরের আন্তর্জাতিক টি২০ অভিষেক ২০১৬ সালে। দুর্দান্ত ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরে এই সংস্করণের র্যাঙ্কিংয়ে তিনি চূড়ায় প্রথমবার জায়গা করে নেন ২০১৮ সালের ২৮ জানুয়ারি। এরপর কয়েক দফায় উত্থান-পতন হয় তার অবস্থানে। পরে টানা প্রায় দুই বছর শীর্ষস্থানে থাকেন। তাকে সরাতে পারেনি কেউ। ২০২০ সালের সেপ্টেম্বরে তাকে ছাড়িয়ে র্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠেন দাভিদ মালান। লম্বা একটা সময় তিনিও ধরে রাখেন জায়গা। গত নভেম্বরে ইংলিশ ব্যাটসম্যানকে টপকে সিংহাসন পুনরুদ্ধার করেন বাবর। এরপর থেকে এখনও শীর্ষে আছেন তিনি।