Search
Close this search box.
জেমি সিডন্স বা ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম হতে পারেন টি-টোয়েন্টি কোচ

টি-টোয়েন্টিতে কোচের পদ হারাচ্ছেন ডোমিঙ্গো!

টি-টোয়েন্টিতে কোচের পদ হারাচ্ছেন ডোমিঙ্গো!

মিথুন আশরাফ : টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। কোনভাবেই ভালো করা যাচ্ছে না। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও হেরেছে বাংলাদেশ। এমন অবস্থায় টি-টোয়েন্টিতে যদি কাউকে প্রধান কোচ বানানো হয়, তাহলে দলের চেহারা পাল্টে যেতে পারে। এমনই ধারণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ভাবনায় টি-টোয়েন্টি থেকে বর্তমান প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে সরিয়ে ফেলা হতে পারে। ডোমিঙ্গোর জায়গায় এ ফরমেটে প্রধান কোচ হতে পারেন বর্তমান ব্যাটিং কোচ জেমি সিডন্স। সিডন্স না হলে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম হবেন কোচ।  আইপিএলে কাজের অভিজ্ঞতা থাকায় শ্রীরামকেই হয়ত শেষপর্যন্ত প্রধান কোচ করা হতে পারে। এশিয়া কাপ ভালো করলে অস্ট্রেলিয়া বিশ্বকাপেও থাকবেন শ্রীরাম। দীর্ঘ মেয়াদেও টি-টোয়েন্টি কোচ করা হতে পারে তাকে।

সামনে এশিয়া কাপ আছে। এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশিয় সিরিজ শেষে অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামতে হবে। টি-টোয়েন্টি নিয়ে বিশেষ নজর দিচ্ছে বিসিবি। ডোমিঙ্গো দিয়ে হচ্ছে না। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাজে ফল মিলেছে। তখন থেকেই ডোমিঙ্গোকে কোচ পদ থেকেই সরিয়ে দেওয়ার আলোচনা হয়েছিল। তা হয়নি। তবে এবার টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে দেওয়া হতে পারে। টেস্ট ও ওয়ানডে দলে তাকেই রাখা হতে পারে। এমনই জানা গেছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এই ইঙ্গিতই দিয়েছেন। তিনি বলেছেন, ‘এ ব্যাপারে আগামী দু-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’ সাথে যোগ করেন, ‘টি-টোয়েন্টিতে আমরা শক্তিশালী নই। এটা নিয়ে কী করা যায়, ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এশিয়া কাপ থেকেই দলের মানসিকতা, চিন্তাভাবনা সবকিছু বদলে ফেলতে চাচ্ছি। আমরা দেখতে চাই নতুন করে শুরু করা যায় কি না। কদিন আগে জেমি সিডন্স আমার বাসায় এসেছিল। কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। যদি আমরা জিততে চাই বা ভালো করতে চাই টি-টোয়েন্টির ভাবনাটা পরিবর্তন করতে হবে। এটার কোনো বিকল্প নেই। ১৩০ করে তো ম্যাচ জিততে পারবেন না। আমাদের ১৮০-২০০ রান করতে হবে। এখন আমাদের পরিকল্পনায় সেটা করার কোনো লক্ষণই দেখছি না। নতুন কী করা যায়, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তখন জেমি এসে বলল যে সেও নাকি এটাতে খুবই আগ্রহী।’

বিসিবি সভাপতির কথাতেই বোঝা যাচ্ছে, সিডন্সে ভীষন আগ্রহ আছে। খুব দ্রুতই এ নিয়ে সিদ্ধান্তও আসতে পারে। টি-টোয়েন্টির নতুন অধিনায়ক করা হয়েছে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানকে। নতুনভাবে টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজাতে এবার ডোমিঙ্গোকে সরিয়ে সিডন্সকে প্রধান কোচ করা হতে পারে। অথবা শ্রীরামকে করা হতে পারে কোচ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ