স্পোর্টস রিপোর্টার – এশিয়া কাপের ফাইনালে খেলার আশা বলতে গেলে শেষ ভারতের। শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেই বিদায়ের পথে ভারত। সুপার ফোরে টানা ২ খেলায় হারল ভারত। দাপট দেখিয়ে ভারতকে উড়িয়ে দিল শ্রীলঙ্কা। ফাইনালে খেলার আশা জাগালো।
ফাইনালে যেতে ভারতের সামনে আর একটি পথ আছে। ফাইনালে যেতে হলে আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারাতে হবে ভারতের। সেই সঙ্গে পাকিস্তানকে হারতে হবে তাদের পরের দুই ম্যাচে। তাহলেই কেবল ফাইনালে যেতে পারবে রোহিত শর্মার দল।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে ১৭৩ রান তুলেছে ভারত। দলের পক্ষে ৪১ বলে ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৭২ রান করেছেন রোহিত শর্মা।
জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ১ বল হাতে রেখে ১৭৪ রান করে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেছেন কুশল মেন্ডিস। ৩৭ বলে তাঁর ইনিংসে ছিল ৪ বাউন্ডারি ও ৩ ছক্কা।