Search
Close this search box.

সেরা একাদশে নেই বাংলাদেশের কেউ

এশিয়া কাপ সেরা একাদশে নেই বাংলাদেশের কেউ

স্পোর্টস রিপোর্টার – সদ্যই শেষ হয়েছে এশিয়া কাপের আসর। ফাইনালে শ্রীলঙ্কার কাছে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান। গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলে শতভাগ পরাজয় নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। তাই জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর বিচারে এশিয়া কাপ সেরা একাদশে নেই বাংলাদেশের কেউ। আফগানিস্তান ও ভারতের দুইজন ক্রিকেটার আছেন ক্রিকইনফোর। একাদশে সর্বাধিক চার ক্রিকেটার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। তিনজন আছেন পাকিস্তানের। এশিয়া কাপের সেরা একাদশের তালিকা প্রকাশ করেছে ক্রিকইনফোর। এই দলের নেতৃত্ব পেয়েছেন শিরোপাজয়ী লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। যার নেতৃত্ব এবার দারুণ প্রশংসিত হয়েছে।

ক্রিকইনফোর সেরা একাদশে ওপেনরার হিসেবে আছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এবং আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। এই আফগান টপ অর্ডার উইকেটকিপিংয়ের দায়িত্বও পেয়েছেন। তিন নম্বরে আছেন দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো ভারতের বিরাট কোহলি। চারে ইব্রাহিম জারদান, পাঁচে শ্রীলঙ্কার শিরোপা জয়ের নায়ক ভানুকা রাজাপাক্ষে। ছয় এবং সাতে আরও দুই লঙ্কান- দাসুন শানাকা আর ওয়াইন্দু হাসারাঙ্গা। আটে পাকিস্তানের হার্ডহিটার মোহাম্মদ নওয়াজ। পেস আক্রমণে ভারতের ভুবনেশ্বর কুমারের সঙ্গে থাকছেন পাকিস্তানের হারিস রউফ এবং নাসিম শাহ। ক্রিকইনফোর চোখে এশিয়া কাপের সেরা একাদশ : কুশল মেন্ডিস, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), বিরাট কোহলি, ইব্রাহিম জারদান, ভানুকা রাজাপাক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়াইন্দু হাসারাঙ্গা, মোহাম্মদ নওয়াজ, ভুবনেশ্বর কুমার, হারিস রউফ, নাসিম শাহ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ