Search
Close this search box.

আমিরাতকে সিরিজে হারাল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার – প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানের হারানোর পর এবার ৩২ রানে জিতল বাংলাদেশ। তাতে করে সিরিজে হারিয়ে দিল। স্বাগতিকরা প্রথম টি-টোয়েন্টিতে প্রতিদ্বন্দ্বিতা দেখালেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে সহজেই হারে আমিরাত ।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়া সংযুক্ত আরব আমিরাতে সিরিজ খেলে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে মেহেদি হাসানের নৈপুন্যে হারায় বাংলাদেশ।

ম্যাচটিতে টস জিতে আমিরাত। আগে বাংলাদেশ ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। ব্যাট হাতে মিরাজ ৪৬, মোসাদ্দেক হোসেন সৈকত ২৭, লিটন কুমার দাস ২৫, ইয়াসির আলী রাব্বি অপরাজিত ২১, নুরুল হাসান সোহান অপরাজিত ১৯ রান করেন। বল হাতে আয়ান আফজাল খান ২ উইকেট নেন। জবাব দিতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান করে আমিরাত । ব্যাট হাতে রিজওয়ান ৫১, বাসিল হামিদ ৪২ রান করেন। মোসাদ্দেক হোসেন সৈকত ২ উইকেট নেন।

আমিরাতের সাথে দুটি ম্যাচে নেতৃত্ব দেন সহ অধিনায়ক নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সোহানের নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ। কিন্তু সুখস্মৃতি মিলেনি। এবার মিলল। ওয়েস্ট ইন্ডিজে সিপিএল খেলায় অংশ নেয়ায় সাকিব এ সিরিজে খেলছেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে ভালোই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আবহাওয়া খারাপ থাকায় দেশে ঠিকমত প্রস্তুতি নেওয়া যায়নি। কোচ শ্রীধরন শ্রীরাম চেয়েছিলেন বিদেশের মাটিতে অনুশীলন ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলতে। বিসিবি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচই আয়োজন করে ফেলল।

এই দুই ম্যাচ খেলা শেষে দেশে ফিরে আসতে হবে দলের ক্রিকেটারদের। দেশে ফিরেই আবার নিউজিল্যান্ডগামী বিমানে চড়তে হবে। সেখানে যে ত্রিদেশিয় টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। স্বাগতিক নিউজিল্যান্ড, পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৭ অক্টোবর ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৯ অক্টোবর একই মাঠে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করবে। এ ত্রিদেশিয় সিরিজে খেলবেন সাকিব। ত্রিদেশিয় সিরিজের ফাইনাল হবে ১৪ অক্টোবর। পর দিনই অস্ট্রেলিয়ার ব্রিসবেনের পথে যাত্রা করবে টাইগাররা। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ২০শে অক্টোবর পৌঁছাবে হোবার্টে। সেখানেই টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বের প্রথম ম্যাচ খেলবে সাকিবের দল। টাইগার অধিনায়ক দলের সঙ্গে যোগ দেবেন নিউজল্যান্ডে। ২৪ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ