Search
Close this search box.

ভারতকে আজ হারালেই ইতিহাস গড়বে বাংলাদেশ

ভারতকে আজ হারালেই ইতিহাস গড়বে বাংলাদেশ

মিথুন আশরাফ – ভারতকে এরইমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ১ উইকেটে ও দ্বিতীয় ওয়ানডেতে ৫ রানে জিতে বাংলাদেশ। এখন তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুর ১২ টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটিতে যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে প্রথমবারের মতো ভারতকে কোন সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়বে বাংলাদেশ।

এরআগে কখনোই ভারতকে হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। ২০১৫ সালে সুযোগ এসেছিল। সেবার দুই দলের মধ্যকার বাংলাদেশের মাটিতে সবশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হয়। সেই সিরিজে বাংলাদেশ প্রথম দুই ওয়ানডে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে। এরআগে ২০০৪ সাল থেকে দুই দলের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশই শুধু হারে। ২০০৪ সালে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে, ২০০৭ সালে দুই ম্যাচের সিরিজে ২-০ ও ২০১৪ সালের সিরিজে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। এরমধ্যে প্রতিটি সিরিজই হয় বাংলাদেশের মাটিতে। ২০১৫ সালে গিয়ে প্রথমবার ভারতকে সিরিজে হারায় বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সেবার সিরিজ জিতে বাংলাদেশ। এবার তামিম ইকবাল ইনজুরি পড়ে সিরিজ থেকে ছিটকে পড়ায় লিটন কুমার দাস অধিনায়কের দায়িত্ব পান। তার নেতৃত্বে এবারও সিরিজ জিতল বাংলাদেশ। টানা দুই সিরিজে ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ। ২০১৫ সালের মতো এবারও টানা দুই ম্যাচ জেতায় তৃতীয় ম্যাচ জিতে সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করার সুযোগ থাকছে। এখন সেই সুযোগ কাজে লাগানো গেলেই হয়।

সুযোগ কাজে লাগিয়ে ফেলতে পারে বাংলাদেশ। কারণ, নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা তৃতীয় ওয়ানডে খেলতে পারবেন না। দ্বিতীয় ওয়ানডেতে শেষে ব্যাটিং করলেও ফিল্ডিংয়ে শুরুতে যে আঙ্গুলে চোট পেয়েছেন, তাতে সিরিজ থেকে ছিটকে পড়েন। ভারত এমনিতেই জিতেনা। আবার রোহিতের মতো ব্যাটসম্যান না থাকায় দুর্বলই হয়ে পড়েছে ভারত। বাংলাদেশ যেভাবে ম্যাচ জিতে চলেছে আর যেভাবে মেহেদি হাসান মিরাজ নিজেকে মেলে ধরছেন, তাতে সিরিজটি মিরাজময়ই হতে চলেছে। তৃতীয় ওয়ানডেতেও মিরাজ ঝলক দেখিয়ে দিলে ভারতের রক্ষা নেই!

প্রথম দুই ওয়ানডেতে যেভাবে জিতেছে বাংলাদেশ, তাতে আত্মবিশ^াস অনেক বেড়ে গেছে। সেই আত্মবিশ^াসে এবার ভারতকে তৃতীয় ওয়ানডেতেও হারিয়ে দিতে পারে বাংলাদেশ। মানসিকভাবে ভারত ক্রিকেটাররা অনেক দুর্বল হয়ে পড়েছে। সেই তুলনায় মানসিকভাবে অনেক চাঙ্গা বাংলাদেশ ক্রিকেটাররা।

মিরাজ একাই যে খেলা দেখাচ্ছেন, ভারতের ভীত নাড়িয়ে দিয়েছেন। প্রথম ওয়ানডেতে নিশ্চিত হারা ম্যাচটি জেতান মিরাজ। যেখাবে ১৮৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৩৬ রানেই ৯ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ, সেখান থেকে মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে ম্যাচ জেতান মিরাজ। অপরাজিত ৩৮ রান করে ম্যাচের নায়কও হন।

দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে সপ্তম উইকেটে ১৪৮ রানের রেকর্ড জুটি গড়েন মিরাজ। রিয়াদ আউট হলেও মিরাজ অপরাজিত থাকেন। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার সেঞ্চুরিও হাকান। ৮৩ বলে ১০০ রান করে দলকেও ২৭১ রানে নিয়ে যান। যেখানে ১৫০ রান হওয়াই কঠিন ছিল। সেখানে মিরাজ কী ব্যাটিংটাই না দেখান। মিরাজের এমন ব্যাটিংয়েই আসলে জয়ের আত্মবিশ^াস ক্রিকেটারদের ভেতর এসে পড়ে। জয়ও মিলে। সিরিজ জয়ও হয়ে যায়। এখন ভারতকে তৃতীয় ওয়ানডেতেও হারিয়ে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ার পালা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ