Search
Close this search box.

আজ থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল

মাশরাফির সিলেট না সোহানের রংপুর ফাইনালে উঠবে আজ?

মিথুন আশরাফ – বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হচ্ছে আজ। ১৬ ফেব্রুয়ারি লিগ শেষ হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। দিনের অপর ম্যাচে সন্ধ্যা সোয়া ৭টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স লড়াই করবে। ৭টি দল অংশ নিচ্ছে। লিগে ঢাকা ডমিনেটর্স, সিলেট স্টাইকার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স অংশ নিচ্ছে। ৪৩ দিন খেলার দিন রাখা হয়েছে। ৩টি ভেন্যুতে ৩৪টি ম্যাচ হবে। বিপিএলের এবারের আসরের প্রাইজ মানি চার কোটি টাকা থাকছে। চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি, রানার-আপ দল পাবে এক কোটি টাকা।

বিশ্ব ক্রিকেটের সাথে তাল মেলাতে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএলের অনুসরণে ২০১২ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরুর দিকে পর পর দুই বছর টুর্নামেন্টটি মাঠে গড়ালেও ফিক্সিং কাণ্ডে ২০১৪ সালে আসরটি আর অনুষ্ঠিত হয়নি। তবে পরের বছর আবারো মাঠে গড়ায় দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসর।

২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত টানা মাঠে গড়ায় এই ফ্রাঞ্চাইজি লিগ। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে ২০১৮ আসর মাঠে গড়ায় ২০১৯ সালে। যদিও একই বছরের একেবারে শেষে আরো একটি আসর অনুষ্ঠিত হয়। অবশ্য তা ২০২০ সালও ছুঁয়ে ফেলে।

এরপর করোনা ভাইরাসের প্রভাবে ২০২০ ও ২০২১ সালে আর বিপিএল আয়োজন সম্ভব হয়নি। তবে ২০২২ সালে ফের মাঠে গড়ায় এই ফ্রাঞ্চাইজি লিগ। কিন্তু কিছুদিন পর পর এমন বিরতিতে রঙ হারাতে শুরু করে লিগটি। যার চূড়ান্ত ফলাফল দেখা যাচ্ছে এবারের আসরে।

এখন পর্যন্ত বিপিএলের আট আসর মাঠে গড়ালেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ অনুভব করেছে মোট চারটি দল। ফ্রাঞ্চাইজি মালিকানা ভিন্ন হলেও শিরোপা গেছে চারটি শহরের নামে। যেখানে তিনটি করে শিরোপা জিতেছে ঢাকা ও কুমিল্লা। আর একটি করে আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর ও রাজশাহী।

এবারের আসরে ফ্রাঞ্চাইজির মালিকানা পায়নি রাজশাহী। কুমিল্লা ও ঢাকার সামনে রয়েছে এককভাবে শীর্ষ শিরোপা জয়ী হওয়ার সুযোগ। তবে ছেড়ে কথা বলবে না রংপুরও। তারাও নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে চাইবে। অন্যদিকে এখনো একবারও শিরোপার স্বাদ না পাওয়া বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রামের সামনে রয়েছে প্রথম শিরোপা জয়ের সুযোগ। তবে কে হাসে শেষ হাসি, তা জানতে অপেক্ষা করতে হবে ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত।

এবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিন ভেন্যুতে বিপিএলের খেলাগুলো হবে। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় প্রথম পর্ব হবে। ১৩ থেকে ২০ জানুয়ারি হবে চট্টগ্রামে। আর ২৩ ও ২৪ জানুয়ারি দুদিনের জন্য ঢাকায় ফিরে বিপিএল যাবে সিলেটে। ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের সিলেট-পর্ব।

ঢাকায় তৃতীয় পর্বে ১২ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচের পর হবে প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ১৪ ফেব্রুয়ারি। ফাইনালসহ প্লে-অফে সব কটি ম্যাচের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে। শনি থেকে বৃহস্পতিবার দিনের ম্যাচগুলো শুরু হবে বেলা ২টায়, শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে বেলা আড়াইটায়। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সোয়া ৭টায়, সপ্তাহের বাকি ম্যাচগুলো শুরুর সময় সন্ধ্যা ৭টা। এবারের আসর দিয়ে আবার সাত দলের টুর্নামেন্টে ফিরছে বিপিএল।
কোন আসরে কারা চ্যাম্পিয়ন : ২০১২ (ঢাকা গ্ল্যাডিয়েটর্স), ২০১৩ (ঢাকা গ্ল্যাডিয়েটর্স), ২০১৫ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স), ২০১৬ (ঢাকা ডায়নামাইটস), ২০১৭ (রংপুর রাইডার্স), ২০১৯ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স), ২০১৯-২০ (রাজশাহী রয়েলস), ২০২২ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ