Search
Close this search box.

ড্রেসিংরুমে ধূমপান করে শাস্তির মুখে সুজন!

ড্রেসিংরুমে ধূমপান করে শাস্তির মুখে সুজন!

স্পোর্টস রিপোর্টার – বিপিএলের প্লে-অফে পৌঁছাতে পারেনি খুলনা টাইগার্স। শেষ চার দলের একটি না হতে পারেনি। তবে দলটির কোচ খালেদ মাহমুদ সুজন বিতর্কিত কাজ করে দেখিয়েছেন। তিনি ড্রেসিংরুমে ধূমপান করেছেন। আর তাতে করে মৌখিক সতর্কের শাস্তির মুখে পড়ছেণ

খুলনা শেষটা রাঙায় জয় দিয়ে। নিজেদের দ্বাদশ ম্যাচে ফরচুন বরিশালকে হারায় ৬ উইকেটে। সাফল্যের দিনে ড্রেসিংরুমে ধূমপান করে বিতর্কে জড়ালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান টিম ডিরেক্টর। শুক্রবার মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্স ইনিংসের ঘটনা। বরিশালের দেয়া ১৭০ রানের টার্গেটে শেষ ৪ বলে ৪ রান প্রয়োজন খুলনার। তখনই সরাসরি ম্যাচ সম্প্রচারকারী ক্যামেরার চোখে ধরা পড়ে সুজনের ধূমপানের দৃশ্য। এরপর তার স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন নেটিজেনরা। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় নিন্দার ঝড়।

বিপিএলে ধূমপান করা নতুন ঘটনা নয়। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির অষ্টম আসরে মাঠেই ইলেক্ট্রিক সিগারেট পান করে বিতর্কের জন্ম দিয়েছিলেন মিনিস্টার ঢাকার মোহাম্মদ শেহজাদ। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগান ক্রিকেটারকে মৌখিকভাবে সতর্ক করেছিল। তাছাড়া শৃঙ্খলা ভঙ্গের দায়ে যোগ করা হয়েছিল একটি ডিমেরিট পয়েন্ট। সংশ্লিষ্টরা জানিয়েছে, ক্রিকেটীয় আইনে নিষিদ্ধ এমন কাজ করায় মৌখিক সতর্ক করা বা জরিমানার মুখে পড়তে পারেন খালেদ মাহমুদ সুজন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ