স্পোর্টস রিপোর্টার – ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ অসাধারণ দল। যে কোন দলকে হারানোর ক্ষমতা রাখে। আর তাই বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বোর্ডের (বিসিবি) পরিচালক, দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বিশ^কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা জানিয়েছেন। সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে সুজন বলেন, আমরা যেহেতু ওয়ানডে ফরম্যাটে ভালো দল। তাই আসন্ন বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ রয়েছে। আপনি যদি বলেন, তাহলে আমরা যেটা এখনো করতে পারিনি সেটাই করতে চাই। আমরা বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে চাই।
সুজন আরও বলেন, সিরিজ জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আগাতে হবে। আপনি যদি বিশ্বকাপে ভালো করতে চান বা জিততে চান তাহলে আপনাকে একটা পরিকল্পনার মধ্য দিয়ে যেতে হবে। আর আমরা জানি, হাথুরুসিংহে এই বিষয়গুলো নিয়ে খুবই ভালো বোঝে। সে নিশ্চিতভাবে ভালো কিছু করার পরিকল্পনা নিয়েই আসছে। সে আসলে এগুলো নিয়ে আমরা বিস্তরভাবে কাজ করার সুযোগ পাব।
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই শুরু হবে হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদের দায়িত্ব। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১৪ জনের ঘোষিত ওয়ানডে দল ছাড়াও ২১-২২ জন ক্রিকেটার নিয়ে অনুশীলন শুরু করবেন হাথুরু। সেই জন্যই আগেভাগেই আসছেন হাথুরু। আগামী ১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ।
তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শুক্রবার ঢাকায় পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। জস বাটলারের নেতৃত্বে দলের সঙ্গে আসছেন জফরা আর্চার-মঈন আলিরাও। তবুও এবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ দল, এমনটাই বিশ্বাস সুজনের।
তিনি বলেন, ইংল্যান্ড বিশ্বসেরা দল। এটা মেনে নিতে হবে তারা আমাদের চেয়ে ভালো দল। কিন্তু ঘরের মাঠে আমরাও যে ভালো দল সেটা প্রমাণ করেছি (অতীতে)। এটা মুখে বললে হবে না, কাজেও প্রমাণ করতে হবে। আমরা গত বছর দক্ষিণ আফ্রিকায় গিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি। ওয়ানডেতে তো আমরা অবশ্যই শক্তিশালী দল। সত্যি কথা বলতে ওয়ানডেতে আমরা সিরিজ জয় তো আশা করতেই পারি।
ওয়াডেতে বাংলাদেশ ভালো দল হলেও সেই তুলনায় টি-টোয়েন্টিতে একটু পিছিয়ে রয়েছে সাকিব আল হাসানের দল। সুজন নিজেও অকপটে জানালেন সেটা। তবে তিনি আশা ছাড়ছেন না। জানিয়ে দিলেন, এবার টি-টোয়েন্টিতেও বাংলাদেশ ভালো করবে।
সুজন যেমনটা বলছিলেন, টি-টোয়েন্টি ফরম্যাটটায় আমরা এখনো পিছিয়ে আছি। বিপিএলটা আমার কাছে অর্থবহ। হয়তো অনেক কোয়ালিটি বোলিং ছিল না, ভালো পেসার আসেনি। কিন্তু ছেলেরা অনেক সাহস নিয়ে ব্যাটিং করেছে। আমাদের অনেক তরুণ এবার ভালো ক্রিকেট খেলেছে। এটা আমাদের জন্য অনেক ইতিবাচক দিক। এসব আমলে নিয়েই আশা করি সেরা দল বেছে নিবে। আরও ভালো ক্রিকেট খেলব। আশা করি, টি-টোয়েন্টিতেও এবার আমরা ভালো খেলব।