Search
Close this search box.

সিরিজ হার না সমতা?

সিরিজ হার না সমতা?

মিথুন আশরাফ

বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে শুক্রবার। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২ টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচটিতে বাংলাদেশ হারলেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হার হয়ে যাবে। আর যদি বাংলাদেশ জিতে, তাহলে সিরিজে আসবে সমতা।

দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হারে বাংলাদেশ। এক ডেভিড মালানের অপরাজিত ১১৪ রানেই ডুবে বাংলাদেশ। ২১০ রানের টার্গেট দিয়েও জয়ের আশা তৈরী করে তামিমবাহিনী। কিন্তু চতুর্থ সেঞ্চুরি করা মালানের অসাধারণ ইনিংসের কাছে হারতে হয় বাংলাদেশকে। ১৬১ রানে ৭ উইকেট হারানোর পরও অষ্টম উইকেটে আদিল রশিদকে (১৭*) সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে জেতান উপমহাদেশের কোন দলের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করা মালান। শুক্রবার বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

প্রায় ৭ বছর পর ২০১৬ সালের পর আবার বাংলাদেশের মাটিতে খেলতে আসে ইংল্যান্ড। সবশেষ ওয়ানডে সিরিজে ইংল্যান্ডই জিতেছিল। বাংলাদেশ এরআগে দেশের মাটিতে টানা ছয় সিরিজ জিতে। যেই ইংল্যান্ড সামনে পড়ে সিরিজ হেরে যায়। এবার দেশের মাটিতে টানা ৭ সিরিজ জিতে ইংল্যান্ডের সামনে পড়েছে বাংলাদেশ। এবারও কাহিল অবস্থাই দেখা যাচ্ছে।

শুক্রবার হারলেই সিরিজ হার হয়ে যাবে। তখন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই নামবে বাংলাদেশ। আর যদি জিতে যায় বাংলাদেশ, তাহলে চট্টগ্রামেই ওয়ানডে সিরিজের ফয়সালা হবে। ওয়ানডে সিরিজ শেষে ৯ মার্চ চট্টগ্রামেই হবে প্রথম টি-টোয়েন্টি। চট্টগ্রাম পর্ব এখানেই শেষ। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ ১২ ও ১৪ মার্চ মিরপুরে অনুষ্ঠিত হবে। ওয়ানডে ম্যাচগুলো দুপুর ১২ টায় ও টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ৩ টায় শুরু হবে।

ইংল্যান্ডের বিপক্ষে কখনোই কোন সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এরআগে ৪ ওয়ানডে সিরিজে সবকটিতে হেরেছে বাংলাদেশ। এরমধ্যে তিনবারই দেশের মাটিতে সিরিজে হেরেছে বাংলাদেশ। এবারও কী তাই হতে চলেছে?

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ