Search
Close this search box.

প্রথমবার বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে

প্রথমবার বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে

মিথুন আশরাফ – বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষে এখন টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ৩ টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। প্রথমবার দুই দল পরস্পরের বিপক্ষে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরআগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

এই প্রথম বিশ্বচ্যাম্পিয়নরা বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে। ঘরের মাঠে এই সিরিজ বাংলাদেশ জিততে পারবে কি না তা সময়ই বলে দেবে। তবে এমন প্রশ্নে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানান, তিনি জাদুকর নন। অর্থাৎ কি হতে পারে সেটা তিনি এখন বলতে পারছেন না।

সিরিজ শুরুর আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হয় তাকে। প্রশ্ন শুনেই হাথুরুসিংহের উত্তর, ‘আমি জাদুকর নই। আমি তো জাদুকর না, যে কিনা আগে থেকে সব বলে দিতে পারব। আমরা চেষ্টা করব।’
সাদা বলের আরেক সংস্করণ ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টিতে অনেকটাই দুর্বল বাংলাদেশ। এক কথায় মুদ্রার এপিঠ-ওপিঠ। এখন পর্যন্ত ১৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৪৯টিতে। ৯২টিতে হার। ৩টিতে ফল হয়নি। আর সুপার টুয়েলভে প্রথম জয় এসেছে ২০২২ বিশ্বকাপে, তাও জিম্বাবুয়ে-নেদারল্যান্ডসের বিপক্ষে।

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেওয়া হাথুরুসিংহের সামনে অন্যতম চ্যালেঞ্জ ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে ধারাবাহিকতা আনা। বুধবারই প্রথম তিনি টি-টোয়েন্টি দল নিয়ে কাজ শুরু করেছেন। তাদের কাছ থেকে সেরা পারফরম্যান্সটাই প্রত্যাশা করেন ইংলিশদের বিপক্ষে।

বাংলাদেশ কোচ বলেন, ‘আমার কাছে কোনো লুকোচুরি নেই। আমি জানি, আমরা কী করতে পারি। আমি ক্রিকেটারদের কাছ থেকে সেটাই আশা করি, তারা দলে যেজন্য নির্বাচিত হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সেটাই যেন দেখায়। তাদেরকেই বুঝতে হবে কীভাবে তারা সেটা দেখাবে।’

তিনি বলেন, ‘আমাদের কন্ডিশনে তারা (ইংল্যান্ড) আমাদের চেয়ে ভালো নাকি আমরা তাদের চেয়ে ভালো। এটা আমাদের জন্য দারুণ সুযোগ, টি-টোয়েন্টি ক্রিকেটের আমাদের স্কিল এই মুহুর্তে কোন পর্যায়ে আছে দেখার জন্য।’

এরআগে ইংল্যান্ডের বিপক্ষে গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপে একটি ম্যাচ খেলে বাংলাদেশ। ম্যাচটিতে পাত্তাই পায়নি বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে ৩৫ বল বাকি থাকতে ৮ উইকেটে হারে। এবার সাকিব আল হাসানের নেতৃত্বে দেশের মাটিতে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। দেশের মাটিতে এখন জয় তুলে নেয়া গেলেই হলো।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ