Search
Close this search box.

দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলেই ইংল্যান্ডকে প্রথমবার সিরিজে হারিয়ে ইতিহাস গড়বে বাংলাদেশ

দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলেই ইংল্যান্ডকে প্রথমবার সিরিজে হারিয়ে ইতিহাস গড়বে বাংলাদেশ

মিথুন আশরাফ – বাংলাদেশ সব দলকেই কোন না কোন ফরমেটের সিরিজে হারিয়েছে। শুধু ইংল্যান্ডকেই এখন পর্যন্ত কোন ফরমেটে সিরিজে হারাতে পারেনি। রবিবার ইংল্যান্ডের বিপক্ষে বেলা ৩ টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি জিতলেই সিরিজ জয়ের সঙ্গে ইতিহাসও গড়বে বাংলাদেশ। প্রথমবার ইংল্যান্ডকে কোন এক ফরমেটে সিরিজে হারানোর স্মৃতি নিজেদের করে নেবে। তাতে করে ক্রিকেট খেলুড়ে সব দলকেই কোন না কোন ফরমেটে সিরিজে হারানোর ইতিহাস গড়াও হয়ে যাবে বাংলাদেশের।

প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্যই নামবে বাংলাদেশ। ইতিহাস গড়তেই নামবে। সব দলের বিপক্ষে অন্তত একটি সিরিজ জয়ের অধরা ফলটিও নিজেদের করে নিতে নামবে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দল নামবে।

বাংলাদেশ সিরিজ জয়ের শুরুটা হয় ২০০৫ সালে। জিম্বাবুয়েকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হারিয়ে শুরুটা করে বাংলাদেশ। এরপর ২০০৬ সালে কেনিয়াকে ৪ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে। একই বছর স্কটল্যান্ডকে ২ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ২০০৮ সালে আয়ারল্যান্ডকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে দেয় বাংলাদেশ। ২০১০ সালে নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে প্রথমবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ২০১৫ সালে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে।

একই বছর ভারত ও দক্ষিণ আফ্রিকাকেও ওয়ানডে সিরিজে প্রথমবার হারিয়ে দেয়। ২০১৬ সালে আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে হারায় বাংলাদেশ। ২০২১ সালে শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারায়। একইবছর অস্ট্রেলিয়াকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। তাতে করে ইংল্যান্ড ছাড়া সব দলকেই কোন না কোন ফরমেটে সিরিজে হারানোর স্বাদ বাংলাদেশ পেয়েছে। এখন ইংল্যান্ডকে হারালেই ষোলোকলা পূর্ণ হয়ে যায়। ইংল্যান্ডকে এখন পর্যন্ত কোন ফরমেটেই বাংলাদেশ হারাতে পারেনি। রবিবারই কী তাহলে বাংলাদেশের ইতিহাস গড়ার দিন হয়ে যাচ্ছে?

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ