Search
Close this search box.

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান

স্পোর্টস রিপোর্টার :

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪ জুন শুরু হবে। এই একমাত্র টেস্টের জন্য বুধবার (৭ জুন) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। দলে নেই তারকা লেগ স্পিনার রশিদ খান।

চোটের কারণে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে থেকে ছিটকে যান রশিদ খান। তৃতীয় ওয়ানডেতে দলে ফিরলেও বাংলাদেশের বিপক্ষে দলে জায়গা হয়নি এই স্পিনারের। বাংলাদেশের বিপক্ষে আফগানদের নেতৃত্বে দেবেন হাসমতউল্লাহ শাহিদী।

একমাত্র টেস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে। এরপর ১৬ দিন বিরতি দিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে সিলেটে হবে টি-টোয়েন্টি সিরিজ।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড – হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ