শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নারিনের সামনে আর শুধু একজন! নতুন রেকর্ডের দোড়গোড়ায় ক্যারিবিয়ান তারকা

নারিনের

ক্রিকেটে রেকর্ড ভাঙার খেলায় মেতে উঠেছেন সুনীল নারিন। আইপিএলে নতুন এক কীর্তি গড়েছেন এই ক্যারিবিয়ান স্পিনার, যা এখনও পর্যন্ত আর কোনো ক্রিকেটারের নেই। তবে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে শুধুমাত্র একজনই আছেন নারিনের সামনে।

গত বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে ২০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন নারিন। ১৮০টি আইপিএল ম্যাচ খেলে ১৭৮ ইনিংসে ১৮২টি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে কেকেআরের হয়ে ৯ ম্যাচে আরও ১৮টি উইকেট নেন। সব মিলিয়ে কেকেআরের জার্সিতে নারিনের উইকেট সংখ্যা এখন ২০০।

নারিনের আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এক দলের হয়ে ২০০-র বেশি উইকেট নেওয়ার কীর্তি ছিল শুধুমাত্র সামিত প্যাটেলের। নটিংহ্যামশায়ারের হয়ে টি-টোয়েন্টিতে ২০৮টি উইকেট নিয়েছেন তিনি। এবার আর মাত্র ৯টি উইকেট পেলেই নারিন ছাড়িয়ে যাবেন সামিতকে এবং গড়বেন বিশ্বরেকর্ড!

নারিনের পরে আইপিএলে একটি দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় আছেন লাসিথ মালিঙ্গা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৫টি উইকেট নিয়েছেন তিনি।

এদিকে, কেকেআরের মেন্টর ডোয়েন ব্র্যাভোর রেকর্ডও হাতছোঁয়া দূরত্বে। আইপিএলে আর মাত্র ২টি উইকেট পেলেই ব্র্যাভোর রেকর্ড ভেঙে ফেলবেন নারিন।

এখন প্রশ্ন— নারিন কোথায় থামবেন? সময়ই দেবে সেই উত্তর!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ