Search
Close this search box.

ভুল না করলে বাংলাদেশও চ্যাম্পিয়ন হতে পারত!

ভুল না করলে বাংলাদেশও চ্যাম্পিয়ন হতে পারত!

স্পোর্টস রিপোর্টার – শ্রীলঙ্কার বিপক্ষে ভুল না করলে বাংলাদেশও হয়তো এশিয়া কাপের ফাইনাল মঞ্চে থাকতে পারতো, চ্যাম্পিয়ন হতে পারতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনাল ম্যাচ দেখে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার কাছে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে বিদায় নেয় বাংলাদেশ।

বিসিবি প্রধান বলেন, লঙ্কানদের বিপক্ষে ভুলগুলো না করলে তাদের জায়গায় বাংলাদেশও থাকতে পারতো। শ্রীলঙ্কার সঙ্গে ওই ম্যাচটা না জেতার কোনো কারণ ছিল না। আমরা যদি সেই ম্যাচটা জিততাম তাহলে আমাদেরও সেই সুযোগটা (শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন হওয়া) আসতেও পারতো। বলা তো যায় না। শ্রীলংকার বিপক্ষে ক্যাচ-ফিল্ডিং মিসের সঙ্গে বোলারদের এলোমেলো বোলিংয়ে শেষ হয়ে যায় বাংলাদেশের এশিয়া কাপ। এক কুশল মেন্ডিস জীবন পান চার বার। ১ রানে যিনি নিশ্চিত আউট হতেন, তিনি করেন ৬০ রান। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। এ নিয়ে ষষ্ঠবার এশিয়া কাপের শিরোপা জিতল শ্রীলঙ্কা। টুর্নামেন্টে ফেভারিট হয়েও ফাইনালে এসে হার দেখল পাকিস্তান।
অন্য সব দেশের বোর্ডের সভাপতিদের সঙ্গে গ্যালারিতে ফাইনাল উপভোগ করেন বিসিবি সভাপতি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আমন্ত্রণে দুবাই গিয়ে পিসিবিপ্রধান রমিজ রাজা, বিসিসিআইপ্রধান সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বসে শ্রীলঙ্কা-পাকিস্তান ফাইনাল উপভোগ করেন বিসিবি সভাপতি।

বিসিবি সভাপতি বলেন, ক্রিকেট হচ্ছে আপনাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। শ্রীলঙ্কা সেটা করতে পেরেছে। উদাহরণ হিসেবে বলা যায়, ভারত একটা ক্যাচ মিস করে টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে। পাকিস্তান ক্যাচ মিস করেছে। আমরা ক্যাচ মিস করেছি। ছোট ছোট ভুলগুলো আমরা যত দিন পর্যন্ত ঠিক করতে না পারব, তত দিন পর্যন্ত এ রকম এ অবস্থা থাকবে। বাংলাদেশকে ভালো দলের প্রশংসাপত্র দিয়ে বিসিবি সভাপতি বলেছেন, বাংলাদেশ দল ভালো। মাঠের পারফরম্যান্স ক্রিকেটারদের ওপর নির্ভর করে। কিন্তু দল খুবই ভালো।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ