স্টাফ রিপোর্টার – মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর জন্য কাজ শুরু করেন। ফলে আজ সারাদেশে ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে ধর্মীয় শিক্ষাকে এগিয়ে নিছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ৫৬০টি মডেল মসজিদ তৈরির মাধ্যমে ধর্মীয় শিক্ষাকে আরো বেগবান করেছেন। একই সাথে অন্যান্য ধর্মালম্বী মানুষের ধর্মীয় অনুশাসন সুরক্ষিত করার মাধ্যমে তৈরি করেছেন এক অনন্য নজির। অর্থাৎ বর্তমান সরকার শুধু উন্নয়ন নয় ধর্মীয় শিক্ষাসহ সকল কিছুতেই অবদান রাখছে। আলেম ওলামাদের মাধ্যমে প্রকৃত ইসলামি মূল্যবোধ বজায় রাখতে সরকার নানাবিধ কাজ করছে। একই সাথে ইমামদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বর্তমান সরকার শুধু উন্নয়ন নয় ধর্মীয় শিক্ষাসহ সকল কিছুতেই রাখছে ঈর্ষনীয় ভূমিকা।
উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর দরবার শরীফের ৭৩তম বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এ কথা বলেন। দরবার শরীফের মাওলানা শাহ আবদুল করীম বিন মুহম্মদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগের সভাপতি ও সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য খাজে আহমেদ মজুমদার। উপজেলা আওয়ামী যুবলীগের যুবলীগের আহায়ক আবু সুফিয়ান (শাহীন), যুগ্ম-আহায়ক হলাল উদ্দিন নুরুনবী জমাদার, ১১ নং ইউনিয়ন চয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, আলমগীর হাসন রিপন প্রমুখ। আলাচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।