মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এর ফলে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে, যার প্রভাব ইতিমধ্যেই ভারতীয় মুদ্রার ওপর পড়েছে। গত শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় এক ডলারের বিনিময়ে ৮৬ দশমিক ৬২ রুপি পাওয়া যাচ্ছিল, যা তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল।
এর আগে, গত বছরের এপ্রিলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির শঙ্কা এবং বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির কারণে রুপির মান উল্লেখযোগ্যভাবে কমে ৮৩ দশমিক ৫৩ রুপিতে নেমেছিল। এবার ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে ডলারের মান বৃদ্ধি পেয়েছে এবং মার্কিন শেয়ার বাজার শক্তিশালী হয়েছে।
ভারতের রিজার্ভ ব্যাংকের (আরবিএল) ট্রেজারি প্রধান আনশুল চন্দকের মতে, এই মুদ্রাবাজারের ওঠানামা আগামী ছয় থেকে আট সপ্তাহ অব্যাহত থাকতে পারে, যা ভারতের বাজার থেকে বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের সম্ভাবনা বাড়াবে।