পিলখানায় শহীদ অফিসারদের পরিবারের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা অফিসারদের পরিবারের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সোমবার (৩ ফেব্রুয়ারি) সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সেনাপ্রধান শহীদ পরিবারের সদস্যবৃন্দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

অতঃপর শহীদ পরিবারের পক্ষ থেকে কিছু দাবি উত্থাপন করা হয়। তার মধ্যে, ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা, হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামিদের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা ইত্যাদি উল্লেখযোগ্য।

সেনাপ্রধান শহীদ পরিবারের সদস্যবৃন্দের দাবিসমূহ গুরুত্বের সঙ্গে শোনেন এবং যথাসম্ভব বিবেচনা করার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ