শহরে বাজার করতে বের হয়ে রাস্তায় পেয়েছেন দুই লাখ টাকার স্বাক্ষরিত চেক। কিন্তু তা নিজের কাছে লুকিয়ে না রেখে কয়েকঘণ্টার ব্যবধানে মালিককে খুঁজে ফিরিয়ে দিয়েছেন দেওয়ান রোস্তম আলি।
খোঁজ নিয়ে জানা যায়, দেওয়ান রোস্তম আলি ঢাকায় সচিবালয়ের একজন গাড়ি চালক। গতকাল রবিবার দুপুর ২টায় বাড়ি থেকে বাজার করতে পাচুর মোড়ের দিকে যাচ্ছিলেন তখন তিনি সার্কিট হাউজের সামনের মেইন রাস্তার পাশেই চেক টি পরে থাকতে দেখেন। পরে চেক টি হাতে নিয়ে দেখেন সেখানে ২ লক্ষ টাকার অংকের স্বাক্ষরিত চেক। এরপরই হন্য হয়ে খুঁজতে থাকেন আসল মালিককে। কয়েক ঘণ্টার মধ্যেই মালিককে খুঁজে বের করে ফিরিয়ে দেন চেক টি।
বিষয়টি নিয়ে দৈনিক পথে প্রান্তরের সংবাদকে দেওয়ান রোস্তম আলি বলেন, ‘বাসা থেকে বের হয়ে বাজার করার জন্য শহরের পাচুর মোড়ের দিকে যাইতে চেক টি কুড়িয়ে পাই। পরে বন্ধুদের জানাই। খোঁজ চালাতে থাকি আসল মালিকের। একপর্যায়ে কয়েকঘণ্টার মধ্যে খোঁজ পেয়ে ওনার কাছে দুই লক্ষ টাকার চেকটি ফিরিয়ে দেই।
রোস্তম আলি আরও বলেন, ‘ দুই লাখ টাকার চেক ছিল। ভাবলাম খুব দরকারি কোনো কাজের হতে পারে এই টাকার চেক টি। মালিক হয়তো হন্য হয়ে খুঁজছে, টাকা না পেলে অনেক বড় কোনো বিপদের সম্মুখীন হতে পারে। সবশেষ সফল হয়েছি, আলহামদুলিল্লাহ দায়মুক্ত লাগছে নিজেকে।
হারানো সম্পদ ফিরে পেয়ে খুশিতে চেকের মালিক। তিনি জানান, চেকের পাতাটি হাড়িয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম এবং খুব টেনশনে ছিলাম কোন অসাধু ব্যক্তির হাতে পরলে হইতো বা অনেক বড় ক্ষতি হয়ে যেত, এখন সবার মনে স্বস্তি ফিরে এসেছে। দেওয়ান রোস্তম আলির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
অন্যদিকে দেওয়ান রোস্তম আলির এমন কাজে তাকে প্রশসংসায় ভাসিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য, দেওয়ান রোস্তম আলি আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারের দেওয়ান ভুট্টোর বড় ছেলে। দেওয়ান রোস্তম আলি ঢাকায় সচিবালয়ের একজন গাড়ি চালক।