স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটিয়ে তোফাজ্জল নামে এক যুবককে হত্যার ঘটনায় তিন ছাত্রকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে গেছে। এদের মধ্যে জালাল আহমেদ ও মোহাম্মদ সুমনকে ফজলুল হক হল থেকেই আটক করা হয়। অপর ছাত্রকে আটক করা হয় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে। তাৎক্ষণিকভাবে তার নাম নিশ্চিত করতে পারেননি প্রক্টর।
এর আগে বৃহস্পতিবার শাহবাগ থানায় মামলার আবেদন করে এজাহার দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করা হয়।
বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জলকে। একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও পিটিয়ে হত্যা করা হয় ছাত্রলীগের এক নেতাকে। এসব বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব জাস্টিসের ক্ষেত্রে জনসচেতনতাটা বাড়াতে হবে। কালকে জাহাঙ্গীরনগরে দেখলাম তারা তো সবচেয়ে শিক্ষিত। তাদের ক্ষেত্রে তো এই সচেতনতা আসতে হবে। একজন অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই।
উপদেষ্টা আরও বলেন, কেউ অপরাধী হলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও (গণমাধ্যম) একটু আমাদের সাথে কাজ করতে পারেন। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থাতেই হেনস্তা না হয়।