তুমি
তামান্না জাবরিন
রামধনুর সাত রং মিশিয়ে তোমার ছবি আঁকি
চারদিকে শুধু তুমি আর তুমি’ই দেখি,
চিৎকার করে বলতে চাই ভালোবাসি ভালোবাসি
প্রিয় তুমি মোর সুখ, তুমিই মোর হাসি।
এলোমেলো বাতাশেও খুঁজে পাই তোমার অস্তিত্ব
তুমি শুধু তুমিই আমার ভুবন জুড়ে বিস্তৃত।
তোমায় ভালোবেসে আমি সুখের সাগরে ভাসি
ভালোবেসে তোমায় পড়তে পারি আমি ফাঁসি।
সাগরের কলতানে খুঁজে পাই তোমার সুর
তুমি, তুমি, তুমি শব্দটাও লাগে আজ মধুর।
স্বপ্নে কিংবা জাগরণে তোমার কাছেই ছুটে আসি
ভালোবেসে তোমায়, অশ্রুজল ঝরলে ঝরুক রাশি রাশি।
শিশির বিন্দুর ছোঁয়াতেও পাই তোমার স্পর্শ
তুমি ছাড়া নিজেকে মনে হয় ছাই ভস্ম।
হাজারটা বছর চলতে চাই তোমার পাশাপাশি,
তুমিহীনা আমি ঢেঊহীন জলরাশি।
ভালোবাসি আমি এই “তুমি”টা কেই বড় ভালোবাসি।