Search
Close this search box.

বাংলাদেশিদের ই-ভিসা দেবে উজবেকিস্তান : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের ই-ভিসা দেবে উজবেকিস্তান : পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার : বাংলাদেশিদের ই-ভিসা দেবে উজবেকিস্তান বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

রাজধানীর একটি হোটেলে উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠক শেষে ড. মোমেন জানান, উজবেকিস্তানের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমরা দেশটির সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে চাই।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের ই- ভিসা দেবে উজবেকিস্তান। এছাড়া দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল চালু হবে বলে প্রত্যাশা করেছেন তিনি।

তিনি বলেন, উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। তারা আমাদের দেশের নাগরিকদের ই-ভিসা দেবে। এছাড়া ঢাকা-তাসখন্দের মধ্যে সরাসরি বিমান চলাচল চালু হবে বলে প্রত্যাশা করছি।

ড. মোমেন জানান, ঢাকায় উজবেকিস্তানের কোনো দূতাবাস নেই। দূতাবাস না খুললেও তারা যেন এখানে একটি কনস্যুলেট অফিস খোলে সে জন্য অনুরোধ জানিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ