দেশে পৌঁছেছে ফিরতি হজের প্রথম ফ্লাইট। হজের প্রথম ফিরতি ফ্লাইটে ৪শ ১৭ জন হাজি আজ ভোরে দেশে পৌঁছেছেন।
আজ ২১ জুন শুক্রবার ভোর সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাজিদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। বিমানবন্দরে হাজিদের অভ্যর্থনা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। হজ শেষে নির্বিঘ্নে দেশে ফিরছেন হাজিরা, তাই হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তারা।
বাংলাদেশের ৮৫ হাজার ২২৫ জন হাজি পর্যায়ক্রমে ২২ জুলাইয়ের মধ্যে দেশে ফিরবেন।