মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রধান উপদেষ্টার চীন সফরে চুক্তি নয়, স্বাক্ষর হবে সমঝোতা স্মারক: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টার চীন সফরে চুক্তি নয়, স্বাক্ষর হবে সমঝোতা স্মারক: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরে কোনো চুক্তি স্বাক্ষর হবে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

রবিবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সফরের সময় বাংলাদেশ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) যুক্ত হবে কি না, এ প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি নিশ্চিত নই। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমাদের এতে যুক্ত হওয়ার আপত্তি নেই, তবে আমরা আসলে সদস্য হবো কি না, তা ঠিক হয়নি।”

এছাড়া, বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, “আমরা ভারতের কাছে বৈঠকের অনুরোধ করেছি, তবে এখনো কোনো উত্তর পাইনি।”

এদিকে, প্রধান উপদেষ্টার সফরকে সামনে রেখে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোববার পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, “প্রধান উপদেষ্টার এই সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হবে। সফরের সময় গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসতে পারে। দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তির প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এই বৈঠকে সফরের প্রস্তুতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আগামী বুধবার প্রধান উপদেষ্টা চীনের পাঠানো একটি বিশেষ উড়োজাহাজে সরকারি সফরে দেশটিতে যাবেন। বৃহস্পতিবার তিনি হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। শুক্রবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে তার শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ