রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শুল্ক ইস্যুতে পদক্ষেপ জানিয়ে ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা

শুল্ক ইস্যুতে পদক্ষেপ জানিয়ে ট্রাম্পকে চিঠি দেবেন: প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের প্রেক্ষিতে পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ইউএসটিআরকেও আরেকটি চিঠি পাঠানো হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এই দুটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও চারজন উপদেষ্টা, একজন উচ্চপর্যায়ের প্রতিনিধি, একজন বিশেষ দূত, প্রায় ১০ জন সচিব এবং বড় ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে চারজন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। একইভাবে ইউএসটিআরের সঙ্গেও আলোচনা চলছে।

চিঠির বিষয়ে তিনি বলেন, “দুটি চিঠির মধ্যে একটিতে বাংলাদেশের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে জানানো হবে আমাদের অবস্থান। অপরটি ইউএসটিআরের উদ্দেশ্যে পাঠানো হবে বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে। চিঠির ভাষা এবং বিষয়বস্তু এমনভাবে তৈরি করা হবে যাতে এটি ব্যবসাবান্ধব হয় এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করে। পাশাপাশি, আমাদের জন্য মার্কেট অ্যাক্সেস আরও সহজ হয়, এমন একটি উইন-উইন পরিস্থিতি তৈরি করাই এই চিঠির উদ্দেশ্য।”

এর আগে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়ে ছিলেন, শুল্ক সংক্রান্ত বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “প্রধান উপদেষ্টাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তিনিই সরাসরি যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে আলোচনায় যাবেন।”

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন দেশের আমদানি পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেন। এতে করে বাংলাদেশি পণ্যের ওপর শুল্কহার ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ