স্টাফ রিপোর্টার
রাষ্ট্রের সংস্কার হলে গণঅভ্যুত্থানে আর কাউকে জীবন দিতে হবে না বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা।
সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘শহীদ আসাদ থেকে শহীদ আবু সাঈদ: গণঅভ্যুত্থান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের রাজনীতির রোডম্যাপ’ শিরোনামে আলোচনা সভায় তারা এ কথা বলেন।
সভায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই জনপদের মানুষের গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘২০২৪ এর গণঅভ্যুত্থানের অনন্য দিক হলো, এই অভ্যুত্থানের পর ছাত্ররা রাজনৈতিক নেতৃত্বের হাতে দেশ গঠনের ভার ন্যস্ত করে হাত গুটিয়ে বসে থাকেনি। এ কারণে তারা অনেকের গাত্রদাহে পরিণত হয়েছেন। চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতাকে রাষ্ট্র সংস্কারে রূপান্তর করার বাস্তবতা তৈরি হয়েছে। এ সুযোগ হেলায় হারানোর মতো বিলাসিতা আমাদের নেই। নির্বাচিত গণপরিষদের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রের উপযোগী সংবিধান প্রণয়ন করা হবে, তারপর সেই সংবিধান মোতাবেক সরকার পরিচালিত হবে। যারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যেতে চান, তাদের এই রোডম্যাপে আসতে হবে। আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন।’
এ সময় সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘১৯৬৯ এর গণঅভ্যুত্থানের পর কিন্তু ১৯৭০ এর গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যার আলোকে পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করেনি বলেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। ১৯৯০-এর গণঅভ্যুত্থান এর পর তিন জোটের রূপরেখা ঘোষণা হয়েছিল, যার সাথে পরবর্তী শাসকগোষ্ঠী প্রতারণা করেছিল। তাই ২০২৪ এর গণঅভ্যুত্থান এর পর তরুণরা মাঠ ছেড়ে যায়নি, তারা গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধান রচনা করে এটি বাস্তবায়ন করেই ছাড়বে। এই যে রাষ্ট্র সংস্কারের ব্যাপারটি আসছে, এটি বাস্তবায়ন হলে ভবিষ্যতে আর কোনো আসাদ, কোনো নূর হোসেন কিংবা আবু সাঈদকে জীবন দিতে হবে না।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সহ-মুখপাত্র সালেহ উদ্দীন সিফাত, কেন্দ্ৰীয় সংগঠক প্রীতম দাশ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মশিউর রহমান, কেন্দ্রীয় সদস্য শেখ তাসনিম আফরোজ ইমি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাসান আলী, কেন্দ্রীয় সদস্য ঋয়াজ মুর্শেদ, কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদিন শিশির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শ্যামলি সুলতানা জেদনী প্রমুখ। প্রোগ্রামটি সঞ্চালনা করেন ও সূচনা বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলাউদ্দীন মোহাম্মদ।
এদিকে, শহীদ আসাদ দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুরে পৈত্রিক নিবাসে অবস্থিত শহীদ আসাদের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছে জাতীয় নাগরিক কমিটির নরসিংদী জেলার নেতৃবৃন্দ।