Search
Close this search box.

পিছিয়ে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ

পিছিয়ে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার : সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ নির্ধারিত সময়ে হচ্ছে না। পিছিয়ে যাচ্ছে। নেপালের পোখরায় ১২ আগস্ট শুরু হওয়ার কথা ছিল এবারের আসর। কিন্তু তা হচ্ছে না। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনে নতুন কমিটি দায়িত্ব নেওয়ায় কিছুদিন পিছিয়ে যাচ্ছে টুর্নামেন্টটি। আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুতে হতে পারে এবারের নারী সাফ।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাচ্ছে। আপাতত নির্দিষ্ট সময়ে হচ্ছে না। শিগগিরই নতুন সময় ঠিক হবে। নেপালে নতুন কমিটি এসেছে। তাই সময় নিয়ে আয়োজন করতে চাইছে।’

নেপাল ফুটবলের নতুন কমিটির চাওয়া আরো গোছালভাবে টুর্নামেন্ট আয়োজন করা। তাই কিছুদিন সময় চেয়েছে তারা। এবারও পাঁচ দল নিয়ে মাঠে গড়াবে সাফ। আগের পাঁচ আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০১৬ সালে একবারই ফাইনাল খেলেছিল বাংলাদেশের মেয়েরা; কিন্তু ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল তাদের।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ