স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানের খুব খারাপ সময় যাচ্ছে। ওয়ানডে বা টি২০ ম্যাচ হোক, উইকেট সেভাবে আর পাচ্ছেন না। এখান থেকে বের হতে উন্নতি ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই। মুস্তাফিজ বলেছেনও, ‘আমি চেষ্টা করছি আরও উন্নতি করার।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে এখন টি২০ সিরিজ চলছে। প্রায় দেড়বছর পর টেস্ট খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১ উইকেটের বেশি শিকার করতে পারেননি। তাতে করে টেস্ট খেলার অনীহা থাকা এ পেসারকে দ্বিতীয় টেস্টের একাদশে রাখা হয়নি। টি২০ সিরিজের দুটি ম্যাচ হয়েছে। প্রথম টি২০ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় টি২০তে বাংলাদেশ ৩৫ রানে হারে। দ্বিতীয় টি২০তে বোলিংয়ের সুযোগ পেয়ে ৪ ওভারে কোন উইকেট শিকার না করে ৩৭ রান দিয়েছেন। বাজে পারফরম্যান্স। আগের মুস্তাফিজকে যেন পাওয়াই যাচ্ছে না। আজ তৃতীয় ও শেষ টি২০তে এখন মুস্তাফিজের কাছ থেকে কেমন নৈপুন্য পাওয়া যায়, সেদিকেই সবার নজর থাকছে।
গায়ানায় আগামীকাল রাত ১১ টা ৩০ মিনিটে তৃতীয় ও শেষ টি২০ ম্যাচের আগে মুস্তাফিজ এক ভিডিও বার্তায় মুস্তাফিজ বলেন, ‘আপনারা না পেতে পারেন (আগের মুস্তাফিজকে), আমি তো মনে করি অপারেশনের পর (২০১৬ সালের আগস্টে) আমার এক-দেড় বছর ভালো পারফরম্যান্স ছিল না। এরপর তো আমি মনে করি…। শেখার তো শেষ নেই, উন্নতি প্রতিদিন করা যায়। আমি চেষ্টা করছি আরও উন্নতি করার জন্য যে বিশ্বের ভালো ভালো বোলারদের মধ্যে কিভাবে থাকা যায়। ফিটনেস বলেন, কোচদের পরামর্শ নেওয়া বলেন, আমি শিখছি এখনও।’
তিনি আরও বলেন, ‘এশিয়ান উইকেট একরকম, এশিয়ার বাইরের উইকেট আরেক রকম। এশিয়ার বাইরের উইকেট খুব ভালো, ‘ট্রু’ উইকেট থাকে। এটার কারণে হতে পারে। আমি চেষ্টা করি আমার সেরাটা দেওয়ার, সবসময়ের জন্য। এশিয়ার ভেতরে দেখবেন, অন্য দলের ১৫০ রান করতেও কষ্ট হয়। এশিয়ার বাইরে ২০০ রান করলেও নিরাপদ নয়। এই কারণে ইকোনোমি (ওভারপ্রতি রান) বাড়তে পারে। আমার যেটা মনে হয়।’
মুস্তাফিজ টেস্ট খেলতে চান না। তা সবারই জানা। ওয়ানডে ও টি২০ ক্রিকেটে বাংলাদেশের সেরা পেসার এখনও মুস্তাফিজকেই ধরা হয়। কিন্তু ওয়ানডেতে শেষ চার ম্যাচে মুস্তাফিজ উইকেট শূন্য থাকেন। ২০১৫ সালে জুনে ওয়ানডেতে অভিষেক থেকে দেড়-দুই বছর যে আকাশচুম্বি নৈপুন্য দেখিয়েছেন, তা এখন মিলছেই না। এ বছর ৬ ওয়ানডে খেলে যেমন ৪ উইকেটের বেশি শিকার করতে পারেননি।
টি২০তেও খুব ভালো অবস্থায় নেই মুস্তাফিজ। শেষ ১০টি টি২০ ম্যাচে যেমন ৫ উইকেটের বেশি শিকার করতে পারেননি। কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজের কী বেহাল দশা, তাতেই বোঝা যাচ্ছে। শেষ সাড়ে ৩ বছরে বিদেশের মাটিতে বড় দলের বিপক্ষে ১২ ম্যাচে মুস্তাফিজের উইকেট সংখ্যা মাত্র ৩। আন্তর্জাতিক ক্যারিয়ারের ৭ বছর পেরিয়ে গেলেও এখন নৈপুন্য নিয়ে ধুকছেন মুস্তাফিজ।
বোলারদের নিয়ে আলাদাভাবে মিটিং করেছেন দলের কোচরা। মুস্তাফিজ জানান, সামনে বোলাররা কি করলে আরও ভালো করবে তা নিয়েই মূলত মিটিংটা হয়েছে। এখন এই মিটিংয়ে দলের বোলাররা ভালো কিছু করতে পারলেই হয়। তবে সবার আগে চাওয়া মুস্তাফিজ যেন আবার ছন্দে ফিরেন। সামনে এশিয়া কাপ, টি২০ বিশ^কাপ আছে। মুস্তাফিজ ছন্দে ফেরা মানে বাংলাদেশেরও টি২০ ক্রিকেটে ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে। মুস্তাফিজ যে চেষ্টা করছেন আরও উন্নতি করার, তা দ্রুত হয়ে গেলেই হয়।