মিথুন আশরাফ ॥ শ্রীলঙ্কা ও ভারতকে হারানোর পর মিরাজুল ইসলামের হ্যাটট্রিকে মালদ্বীপকে উড়িয়ে দিল বাংলাদেশ। মালদ্বীপকে যে হারাতে পারবে বাংলাদেশ, তা যেন সবারই ধারণা হয়ে যায়। তাই হয়েছে। মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার পথে এগিয়ে গেছে বাংলাদেশ। টানা তিন জয়ে ৯ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। পয়েন্ট তালিকায় শীর্ষস্থানেও আছে বাংলাদেশ।
ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে মালদ্বীপকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ১৯, ২২ মিনিটে ও বিরতির ঠিক আগে এক এক করে তিনটি গোল করে হ্যাটট্রিক করেন মিরাজুল। মাঝখানে ৩২তম মিনিটে রফিকুল ইসলাম একটি গোল করেন।
১৯তম মিনিটে প্রথম গোল পেয়ে যায় বাংলাদেশ। বক্সের ডান দিক থেকে পিয়াস আহমেদ নোভার শট শাইহান ঝাঁপিয়ে পড়ে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে ফাঁকা জালে বল জড়িয়ে দেন মিরাজুল। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে শুরুর ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন এই ফরোয়ার্ড।
২২তম মিনিটে রফিকুলের ক্রসে মুর্শেদ আলী হেডে বল বাড়িয়ে দেন গোলমুখে। মিরাজুলের প্রথম শট ক্রসবারে লেগে ফেরার পর ফিরতি শট ঠিকই খুঁজে নেয় ঠিকানা।
৩২তম মিনিটের গোলে চালকের আসনে বসে যায় বাংলাদেশ। বাঁ দিক থেকে মিরাজুলের নিঁচু করে নেওয়া ক্রস ফাঁকায় থাকা রফিকুল জোরাল শটে লক্ষ্যভেদ করেন।
বিরতির আগেই হ্যাটট্রিকর পূরণ করেন মিরাজুল। মালদ্বীপকে আরও কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। ভারত ম্যাচে জোড়া গোল করা পিয়াসের পাসে মিরাজুলের শট মালদ্বীপ গোলরক্ষক প্রথম দফার ফেরালেও তার ফিরতি শট আটকাতে পারেননি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য পায় মালদ্বীপ। শাভিন হুসেনের থ্রু পাস বক্সে পেলেও জাইন জাফর শুরুতে ঠিকঠাক শট নিতে পারেননি। গোলরক্ষক ও এক ডিফেন্ডারও পারেননি ক্লিয়ার করতে, কিছুটা ভাগ্যের ছোঁয়ায় ফের পাওয়া বল কোনাকুণি শটে জালে জড়ান জাইন।
শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে প্রথম জয় পায় বাংলাদেশ। মিরাজুলের গোলে জয় পায়। এরপর কঠিন প্রতিপক্ষ, বর্তমান চ্যাম্পিয়ন ভারতকেও ২-১ গোলে হারায় বাংলাদেশ। মিরাজুলকে নামানোই হয়নি। পিয়াস আহমেদ নোভার জোড়া গোলে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। ৬ পয়েন্ট নিয়ে মজবুত অবস্থান তৈরী করে। এবার মালদ্বীপকে হারিয়ে ফাইনালে খেলার সম্ভাবনা তৈরী করে ফেলে।
টুর্নামেন্টে পাঁচটি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়াও স্বাগতিক ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ অংশ নিচ্ছে। লীগ পর্বের লড়াইয়ে প্রতিটি দলের ৪টি করে ম্যাচ হবে। শ্রীলঙ্কা ৩টি ম্যাচে হেরেছে। তাতে করে বিদায় নিয়েছে। মালদ্বীপও টানা দুই ম্যাচে হেরে বিদায়ের পথেই আছে। বাকি থাকে তিনটি দল। বাংলাদেশের পর নেপাল দুই ম্যাচ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে। ভারত ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ফাইনালে ওঠার লড়াইয়ে মূলত এই তিন দলই আছে। বাংলাদেশের অবস্থা খুব ভালো আছে।
এখন ২ আগস্ট নেপালের বিপক্ষে যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে অপরাজিত থেকেই টুর্নামেন্টের ফাইনালে খেলবে বাংলাদেশ। কোন শঙ্কা থাকবেনা। আর যদি হারে তাহলেও ফাইনালে খেলার সুযোগ থাকবে। যদি গোল ব্যবধান ভালো থাকে। কিংবা ভারতের বিপক্ষে রবিবার যদি নেপাল হারে এবং বাংলাদেশের কাছেও নেপাল হারে, তাহলে বাংলাদেশ ফাইনালে খেলবে। মালদ্বীপের বিপক্ষে জিতে ফাইনালে খেলার জোড়ালো সম্ভাবনা জাগিয়ে ফেলেছে বাংলাদেশ।