Search
Close this search box.

ভারতকে হারিয়ে আজ শিরোপা জয়ের উৎসবে মাতবে বাংলাদেশ?

ভারতকে হারিয়ে আজ শিরোপা উৎসবে মাতবে বাংলাদেশ?

স্পোর্টস রিপোর্টার : আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এরপরই আজ ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টায় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে শুরু হবে। শিরোপা জিততে বাংলাদেশ ও ভারত লড়াই করবে। রাউন্ড রবিন লিগে ভারতকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। আজও কী ভারতকে হারিয়ে শিরোপা উৎসব করতে পারবে বাংলাদেশ? প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ ফুটবলারদের নিয়ে আয়োজিত আসরে শিরোপা ঘরে তুলতে পারবে বাংলাদেশ?

শিরোপা জয়ের আশা আছে বাংলাদেশের। তবে চ্যাম্পিয়নশিপে একমাত্র হ্যাটট্রিক করা মিরাজুল ইসলাম চোটে আছেন। শহীদুল ইসলাম গত ম্যাচে লাল কার্ড পাওয়ায় ফাইনালে খেলতে পারবেন না। তাতে করে বাংলাদেশের শক্তিমত্তা কমবে। এরপরও ভারতকে হারানোর আশা আছে বাংলাদেশের। রাউন্ড রবিন লিগে যখন ভারতকে হারিয়েছে বাংলাদেশ, সেই ম্যাচেও মিরাজুলকে মাঠে নামানো হয়নি। তাই মিরাজুল চোটে থাকলেও ভারতের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস আছে বাংলাদেশের। তাছাড়া পিয়াস আহমেদ নোভা, রফিকুল ইসলামরা দুর্দান্ত খেলছেন। যেই মালদ্বীপকে ৪ গোল দিয়েছে বাংলাদেশ, সেই দলটির সাথে কষ্টে ১-০ গোলে জিতেছে ভারত। যদিও মালদ্বীপের বিপক্ষে ম্যাচটিতে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছিলেন মিরাজুল। ফাইনাল ম্যাচে নামলেও পুরো দাপট দেখিয়ে খেলতে পারবেন কিনা শঙ্কা থাকছে। তবে ভারত যেহেতু মালদ্বীপকে হারাতে বেগ পেয়েছে, সেখানে বাংলাদেশ সহজেই হারিয়েছে, আবার ভারতকেও রাউন্ড রবিন লিগে হারিয়েছে বাংলাদেশ, তাই ফাইনালেও জেতার আশা আছে। এখন জয় ধরা দিলেই হলো। তাহলেই প্রথমবার শিরোপা জেতা হয়ে যাবে। অপরাজিত থেকেই শিরোপা জয়ের স্বপ্নও দেখছে বাংলাদেশ।

বাংলাদেশ একটি ম্যাচেও লিগ পর্বে হারেনি। প্রথম ম্যাচে মিরাজুল ইসলামের একমাত্র গোলে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারায়। এরপর ভারতকে ২-১ গোলে হারিয়ে দেয়। পিয়াস আহমেদ নোভা জোড়া গোল করে বাংলাদেশকে জেতান। নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়ে টানা তিন জয় তুলে নেয় বাংলাদেশ। এবার মিরাজুল ইসলাম হ্যাটট্রিক করেন। রফিকুল ইসলাম একটি গোল করেন।

লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের সাথে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। পিয়াস আহমেদ নোভা গোল করেন। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে, অপরাজিত থেকেই ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। লিগ পর্বে যেভাবে ভারতকে হারিয়েছে বাংলাদেশ, ফাইনালেও সেভাবে হারিয়ে শিরোপা জিততে চায় বাংলাদেশ। চ্যাম্পিয়ন হতে চায়। শিরোপা জয় উদযাপন করতে চায় বাংলাদেশ।

ফাইনালের আগে ভারত একটি ম্যাচেই হেরেছে। বাংলাদেশের কাছে ১-২ ব্যবধানে হেরেছে। এছাড়া শ্রীলঙ্কাকে ৪-০ গোলে, নেপালকে ৮-০ গোলে ও মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকে শিরোপার ম্যাচে খেলা নিশ্চিত করেছে। ভারতকে যদি আজ হারাতে পারে বাংলাদেশ, তাহলে ২০১৯ ও ২০১৭ সালে ভারতের কাছে হেরে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের প্রতিশোধও নেওয়া হয়ে যাবে। সাফ চ্যাম্পিয়ন এখন অনূর্ধ্ব-২০ দলের হয়েছে। আগে অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপই ছিল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ